আমি এ ব্লগে নতুন। তাই আমার লিখার পদ্ধতিতে যদি কোন ভুল হয়ে থাকে ক্ষমা করবেন।
আমি গত ২ বছর যাবৎ Freelancer.com এ কাজ করছি। আমি Data Entry এবং Writing/Rewritings এর কাজ করি। captcha entry করতে গিয়ে আমি কয়েকবার প্রতারিত হয়েছি।
আমি প্রায় ৪০ ডলার পাইনি ৩/৪ জন Buyer এর কাছ থেকে। তাই সকলকে আমি এ ব্যাপারে সতর্ক করার জন্য এই পোষ্ট। সকলকে বলক Escrew System এ কাজ শুরু করার জন্য। নয়ত টাকা না পাবার সম্ভাবনা ৮০% নিশ্চিত। বিশেষ করে entry কাজে সকলকে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করছি।
পরবর্তীতে আরো বিস্তারিত লেখার আশা রাখি।
শুভেচ্ছা সকল ব্লগারকে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।