আমাদের কথা খুঁজে নিন

   

আহ্লাদী ( সুকুমার রায় )

সামুর কাছে চির কৃতজ্ঞ ...আমি অবাক নির্বাক হতবাক শতভাগ ...
হাসছি মোরা হাসছি দেখো, হাসছি মোরা আহ্লাদী। তিনজনে তে জোটলা করে ফোকলা হাসির পাল্লা দি। হাসতে হাসতে আসছে দাদা, আসছি আমি আসছে ভাই, হাসছি কেন কেউ জানে না , পাচ্ছে হাসি হাসছি তাই । ভাবছি মনে , হাসছি কেন ? থাকব হাসি ত্যাগ ক`রে। ভাবতে গিয়ে ফিকফিকিয়ে ফেলছি হেসে ফ্যাক ক`রে। পাচ্ছে হাসি চাইতে গিয়ে, পাচ্ছে হাসি চোখ বুজে, পাচ্ছে হাসি চিমটি কেটে নাকের ভিতর নোখ গুঁজে । হাসছি দেখে চাঁদের কলা জোলার মাকু জেলের দাঁড়, নৌকা ফানুষ পিঁপড়ে মানুষ রেলের গাড়ি তেলের ভাঁড়। পড়তে গিয়ে ফেলছি হেসে ক খ আর শ্লেট দেখে , উঠছে হাসি ভসভসিয়ে সোডার মতন পেট থেকে ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।