কবির কবিতা অনেকেই পড়ে না
এ তো কবির খেয়াল, কথার ছলনা!
বুঝতে কষ্ট, অযথা সময় নষ্ট
প্রচ্ছন্নভাবে, লাগে অস্পষ্ট।
অনুভবের গভীরে যেয়ে কাজ নেই
তারচেয়ে আরামে খেয়ে ঘুম দেই।
যার কবিতা, তারই থাক ঝামেলা
হাতে নিয়ে কাজ নেই, কাজ আছে মেলা
খেয়ালী কবি কি বোঝে টাকার?
তাই লেখে কবিতা, সান্তনা তার
কোন কাজ নেই, শুধু ভাবনা বিলাস যার
সেই লেখে কবিতা, নেই কিছু যার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।