আমাদের কথা খুঁজে নিন

   

নীমতলি ট্র্যাজেডি : রাজউক দায়ভার এড়াতে পারে কি?



রাজধানী ঢাকার বেগুন বাড়ীতে একটি বহুতল ভবন হেলে পড়ে অসংখ্য প্রাণ হানির ক্ষত মানুষের মন থেকে শুকাতে না শুকােতই শহরের বিভিন্ন জায়গায় আরো কয়েকিট বহুতল ভবেন ফাটল দেখা দেয় এবং কয়েকটি ভবন হেলে পড়ে। এমনই এক বিভীষিকাময় পরিস্থিতিতে পুরান ঢাকার নীমতলিেত স্মরণকালের ভয়াবহ অগ্নিকান্ডে শতাধিক প্রাণহািনর ঘটনায় গোটা দেশ বাসী আজ শোকে মুহ্যমান। আহত ো স্বজন হারাদের বুকফাটা কান্নায় আকাশ বাতাস প্রকম্পিত। শোকার্ত বনী আদমের দ্বীর্ঘ:শ্বাসে আজ স্তব্ধ হয়ে গেেছ ঢাকার স্বাভাবিক জীবন যাত্রা। কিন্তু কেন আজ আমাদের এই লাশের মিছিল বয়ে বেড়াতে হেচ্ছ? এ জন্য কি রাজউক কোনভাবেই দায়বদ্ধ নয়। তাদের কি তা প্রতিহত করতে কিছুই করার িছলনা। অবশ্যই ছিল তবে তারা রাষ্ট্রের অন্য দশটা প্রতিষ্ঠানের মতই দুর্নীতিেত িবশ্ব চ্যাম্পিয়ন । তাই তারা প্রতিিট দুর্ঘটনায়ই নির্জীব দর্শকের ভূমিকা পালন করা ছাড়া িকছুই করেত পােরনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.