আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষুদ্রাকার লিথিয়াম ব্যাটারিও হতে পারে প্রাণঘাতী

আগামীর স্বপ্নে বিভোর...

শিশুরা হাতের নাগালে যা পায় তাই মুখে পোরে। জানা গেছে, অসতর্কভাবে মুখে দেয়া কিছু এমন জিনিস শেষ পর্যন্ত প্রাণঘাতিও হতে পারে। যারমধ্যে রয়েছে ছোটো এবং নিরীহদর্শন বোতাম আকৃতির লিথিয়াম ব্যাটারি। খবর নিউ ইয়র্ক টাইমসের। রিমোট কন্ট্রোল এবং মিউজিক্যাল গ্রিটিং কার্ডে ব্যবহৃত ক্ষুদ্রাকার বোতাম আকৃতির এই ব্যাটারির আয়ু শেষ হয়ে এলে এক ধরনের তরল বের হতে থাকে।

জানা গেছে, এ তরল কোনোভাবে পাকস্থলিতে গেলে তা গলিয়ে ফেলতে পারে পাকস্থলিকে। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ১ বছর বয়সী আডিয়ান ট্রুয়েট নামের একটি শিশু অজানা অসুখে পড়লে ডাক্তারা একে স্রেফ নিউমোনিয়া বলে ধরে নিয়েছিলেন। এ সময় প্রায় ৯ দিন শিশুটি বমি করতে থাকে। শেষ পর্যন্ত তার বুকের এক্সরে করে দেখা গিয়েছিলো তার পাকস্থলির মধ্যে লিথিয়ামের একটি ব্যাটারি জমে আছে এবং তা থেকে ইনফেকশন তৈরি হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন, এ ব্যাটারি নিসৃত তরল শিশুটির অন্ত্র ফুটা করে ফেলেছে।

একে প্রাণঘাতি ঝুঁকি বলেই আখ্যা দিয়েছেন ডাক্তাররা। তাই ইলেকট্রনিক ডিভাইসের ব্যাটারি শিশুদের নাগালের বাইরে রাখার পরামর্শই দিয়েছেন ডাক্তাররা। খবরটা এখান থেকে কপি-পেষ্ট করা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।