আমরা সত্যিকার ভাবেই দূখিত। কিন্তু একটি বিষয় হলো আমরা ঘটনা ঘটে যাবার পরে এটা নিয়ে আমাদের চিন্তা থাকে ঘটনার আগে বা পরে আমাদের এ নিয়ে আর কোন চিন্তা থাকে না।
বেগুণ বাড়ির বিল্ডিংটি কি ওঠানোর সময় কারো নজরে আসেনি? বা এর জন্য কি রাজউক কর্তৃপক্ষ দায় এড়াতে পারবে?
একই ভােব ট্রান্সফরমার বিেষ্ফারণ টা একটা দূর্ঘটনা হ েত পােরম িকন্তু ক্যািমেকল ফ্যাক্টরীর গুদাম বা অন্যান্য অসংগতির জন্য সংিশ্লষ্ট কর্তৃপক্ষ অবশ্যই েকান েকান ভােব দায়ী। এসব অসংগতি বা দূনীিতর উৎপাটন করতে না পারলে এরকম দূর্ঘটনা ঘটতেই থাকবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।