আমাদের কথা খুঁজে নিন

   

উবু্ন্টু ইনস্টল করলাম, অতপরঃ সাহায্য চাই

একটি অরাজনৈতিক ব্লগ...........

কয়েক দফা প্রচেষ্টার পর সফলতার সাথে উবুন্টু ইনস্টল করলাম। অনেক কৌতুহল নিয়ে, অনেক সাধনা করে যে উবুন্টু ডাউনলোড করে ইনস্টল করলাম তার প্রথম ইন্টারফেস দেখে আমিতো রীতিমতো ভিমরি খেলাম! কিছুইতো বুঝিনা! কোথায় গেলো আমার স্টার্ট মেন্যু, কোথায় মাই কম্পিউটার, কোথায় কন্ট্রোল প্যানেল? কোথায় পাবো আমি আমার প্রয়োজনীয় সব সফটওয়ার? উইনডোজ অপারেটিং সিস্টেম আর এর আনুসঙ্গিক সব অ্যাপ্লিকেশনে আমি এতোটাই অভ্যস্ত আর নির্ভরশীল যে এক মুহুর্তের জন্য নিজেকে খুব অসহায় মনে হলো। তারপরও সাহস করে আমার ফোনটা পিসিতে ক্যাবল দিয়ে কানেক্ট করলাম। হ্যাঁ, ডান পাশের উপরের কোনার একটা নেটওয়ার্ক আইকনে ক্লিক করে খুব সহজেই ইন্টারনেট কানেক্ট করে ফেল্লাম! এবার ফায়ার ফক্স দিয়ে শুরু করলাম ব্রাউজিং। আহ্ কি দারুন অনুভূতি! কারো প্রত্যক্ষ সাহায্য ছাড়াই আমি উবুন্টুতে ইন্টারনেট কানেক্ট করে ফেলেছি!! উইনডোজ এক্সপি অপারেটিং সিস্টেমে আমার নকিয়া ফোনকে মোডেম হিসেবে ব্যবহার করে আমাকে ইন্টারনেট কানেক্ট করতে অনেক ঘাম ঝড়াতে হয়েছিলো।

সেই তুলনায় অবশ্য উইনডোজ সেভেনে অনেক সহজে ইন্টারনেট কানেক্ট করা যায়। বিপত্তি ঘটলো অন্য জায়গায়। ফায়ারফক্সে বাংলা দেখার জন্য যে ডিফল্ট ফন্ট দেয়া আছে তার চেহারা আমার ভালো লাগছে না। এটা পরিবর্তন করার চেষ্টা করলাম। এবার আবিস্কার করলাম উবুন্টুর ফায়ার ফক্সের চেহারাপাতি(টুলস) উইনডোজের ফায়ার ফক্স থেকে সম্পুর্ণই আলাদা।

একি নতুন যন্ত্রণায় পড়লাম!! যখন ফন্ট পরির্তন করার অপশন খুজে পেলাম, তখন সিস্টেমে আমার পরিচিত কোন বাংলা ফন্টই খুজে পেলাম না। ডাউনলোড করার চেষ্টা করলাম সফটওয়ার সেন্টার হতে, বাংলা ফন্ট আর খুজে পেলাম না। সবচেয়ে বড় সমস্যটা ঘটলো পিসি রিস্টার্ট দেওয়ার পর। বলে রাখি আমি ডুয়েল অপারেটিং সিস্টেম ব্যবহার করছি- উবুন্টু এবং উইনডোজ সেভেন। সমস্যা হলো রিস্টার্ট দেওয়ার পর উবুন্টুতে আর আমার ফোনের মোডেম অনলাইন মোড দেখাচ্ছে না, কানেক্ট ও হচ্ছে না।

অথচ উইনডোজ সেভেনে আমি আমার এন ৭০ ফোন এখনো মোডেম হিসেবে কানেক্ট করে ব্রাউজিং করছি। উবুন্টু টেকি ব্লগারগণ আমাকে এই বিপদ হতে উদ্ধার করুন। আমি মাইক্রোসফটের অফিস-এ বিজয় দিয়ে বাংলা লিখে অভ্যস্ত, ইন্টারনেট এক্সপ্লোরার-এ ব্রাউজিং করে শান্তি পাই গুগল টুলবারের বাড়তি কিছু সুবিধার জন্য। উইনডোজে পিডিএফ ফাইল পড়ার জন্য আছে এডোবি রিডার, যেকোন ভিডিও, অডিও ফাইল চালানোর জন্য আছে উইনডোজ মিডিয়া প্লেয়ার। এসবের কি বিকল্প আছে উবুন্টুতে? ভিলসি মিডিয়া প্লেয়ার ব্যবহার করে দেখলাম, মোটামুটি সব ফরম্যাটের ফাইল প্লে করে, কিন্তু এর ইন্টারফেস ভালো লাগে না, বিকল্প চাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।