আমাদের কথা খুঁজে নিন

   

আমি কাদিনা আমি অট্ট হাসিতে ফেটে পড়ি।এই রকম দৃশ্য আমি বহুবার দেখেছি। আমার জন্মই হয়েছে এগুলো দেখার জন্য।

সুখ পাইয়া আল্লার নাম ভুইল্লা গেছি।

আমি কাদিনা আমি অট্ট হাসিতে ফেটে পড়ি। এই রকম দৃশ্য আমি বহুবার দেখেছি। আমার জন্মই হয়েছে এগুলো দেখার জন্য। আমিও হয়তো খুব শিগগিরই ঐ রকম আগুনে দগ্ধ হবো।

আর আমার ভাইয়েরা দুইদিন পত্রিকায় লিখবে তার পর শোক পালন করবে। তৃতীয়দিন যেই সেই। তাই আমি কাদিনা আমি অট্ট হাসিতে ফেটে পড়ি। এলাকাবাসি সংশ্লিস্ট মন্ত্রনালয়ে রিস্কি কারখানাগুলো সরিয়ে নেয়ার জন্য একটি আবেদন করেছিল কিন্তু অতি সৎ ও ন্যায়পরায়ন কর্মকর্তাদের কারনে কারখানা মালিকদের উপর কোন ব্যাবস্থাই নেয়া হয় নাই। পুরাতন মালামালের ব্যবসা এই এলাকায় করা হয় অথচ এই ধরনের পন্যের ব্যবসা করার জন্য ঐ এলাকাটি ছিল ১০০% অনুপযুক্ত এগুলো দেখার দায়িত্ব ঐসব ন্যায় পরায়ন কুত্তার বাচ্চাদের উপর।

আজকের এই ঘটনার জন্য যারা দায়ী ঐসব .... বাচ্চাদের একটি লিস্ট নিচে দেয়া হলো ১। রাজউক ........ বাচ্চারা ২। সিটি কর্পোরেশন ......... বাচ্চারা। ৩। ডেসা ............ বাচ্চারা।

৪। ওয়াসা ......... বাচ্চারা। ৫। টিএনটি ......... বাচ্চারা। ৬।

ডিস এন্টেনা ......... বাচ্চারা। ৭। রাজনৈতিক নেতা ......... বাচ্চারা। আমি স্বজন হারিয়েছি আমি তোদের কে প্রতিদিন ....... টা গালি দিবো। জানি আমার কোন লাভ হবে না।

তোদেরও কোন ক্ষতি হবে না। তাই, আমি কাদিনা আমি অট্ট হাসিতে ফেটে পড়ি। এই রকম দৃশ্য আমি বহুবার দেখেছি। আমার জন্মই হয়েছে এগুলো দেখার জন্য। আমিও হয়তো খুব শিগগিরই ঐ রকম আগুনে দগ্ধ হবো।

আর আমার ভাইয়েরা দুইদিন পত্রিকায় লিখবে তার পর শোক পালন করবে। তৃতীয়দিন যেই সেই। তাই আমি কাদিনা আমি অট্ট হাসিতে ফেটে পড়ি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।