বেশ ভয়ে ভয়ে আজকের এই লেখাটি লিখতে বসা। বেশ কিছুদিন যাবত মনের ভেতরে একধরণের ভয় কাজ করছে, নিজেকে ঠিক গণতান্ত্রিক দেশের নাগরিক মনে হচ্ছে না। মুখ ফুটে কিছু বললেই যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধরে নিয়ে যায়?? এরপর সাত দিনের রিমান্ডের আবেদন করলে মহামান্য আদালত অন্তত তিন দিনের রিমান্ড মঞ্জুর করবেন। ব্যস, যা হবার ঐ তিন দিনেই হয়ে যাবে। হৃদযন্ত্রের ক্রিয়া হয়তো বন্ধ হবে না কিন্তু সারাজীবনের জন্য হুইলচেয়ার লেগে যাবে কিংবা তার চেয়ে ভয়াবহ কিছুও ঘটে যেতে পারে।
আজকাল ব্লগ সাইটে লেখাও নিরাপদ মনে হচ্ছে না। ফেসবুকে ব্যঙ্গচিত্র প্রকাশকারীকে যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চৌকস সদস্যরা ধরে ফেলেছে, ব্লগে প্রতিবাদী কিছু লিখলে আমার বাসাতেও যে পর্নো সিডি পাওয়া যাবে না তার কি নিশ্চয়তা আছে? যাই হোক, যা বলছিলাম; একটি বেসরকারী টিভি চ্যানেল বন্ধ হয়ে গেল,ফেসবুক বন্ধ হয়ে গেল এবং সব শেষে একটি সংবাদপত্রের প্রকাশনাও বন্ধ করে দেয়া হল। হাইকোর্ট রুল জারি করুন আর মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ প্রদান করুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেই চলেছে, স্বল্প পরিসরে হলেও। এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে সন্ত্রাসীদের ধরতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে প্রকৃতপক্ষেই যদি গোলাগুলি হয় এবং কোন সন্ত্রাসী নিহত হয় তাহলে তাও "ক্রসফায়ার" বলে সন্দেহ হবে। আর রিমান্ডের পরদিন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে অনেকেরই।
এমতাবস্থায়, সামহোয়ার হোক আর যেই সাইটই হোক, সরকারের কোনরূপ সমালোচনা করা বেশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আর আমি যদি ফেঁসে যাই তাহলে হয় হালকা প্রতিবাদ, লেখালেখি হবে অথবা কাকপক্ষীও জানবে না, মেরুদণ্ড অথবা হাঁটুর মালা ভাঁঙবে আমারই। প্রকৃত অর্থে সাহায্য করার জন্য এগিয়ে আসার ক্ষমতা এক সৃষ্টিকর্তা ছাড়া আর কারোরই নেই। সবার জন্য তাই একটি ছোট্ট পরামর্শ, যা লিখবেন, সাবধানে লিখবেন; লেখার পরে কয়েকবার সম্পাদনা করবেন। কেননা যেকোন সময়ে আপনার আইপি ট্র্যাক করে বাড়িতে হাজির হয়ে যেতে পারে কোন বাহিনীর সদস্যগণ।
আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রযুক্তিগত দিক থেকে এখন অনেকটাই এগিয়ে গিয়েছে যার স্পষ্ট নিদর্শন আমরা হরহামেশাই দেখতে পাচ্ছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।