আমাদের কথা খুঁজে নিন

   

সেরা টেইলর-বিবার

সম্প্রতি ‘বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড’-এ সর্বোচ্চ পুরস্কার ‘আর্টিস্ট অফ দ্য ইয়ার’- এ ভূষিত হয়েছেন পপতারকা টেইলর সুইফট এবং জাস্টিন বিবার। খবর জি মিডিয়া ব্যুরোর।
‘কন্টাক্টমিউজিক’ জানিয়েছে, বিবার পেয়েছেন সেরা পুরুষ শিল্পীর পুরস্কার। অনুষ্ঠানে পারফর্মও করেছেন তিনি।
এ বিষয়ে বিবার নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমি ১৯ বছর বয়সী একটি ছেলে; সেই তুলনায় আমার মনে হয় ভালোই কাজ করছি।”
এদিকে টেইলর সুইফট জয় করেছেন ‘আর্টিস্ট অফ দ্য ইয়ার, ফিমেইল’-এর পুরস্কার। নিজের ভক্তদের ধন্যবাদ জানিয়ে টেইলর বলেন, “আপনারা হলেন সেসব মানুষ, যাদের সঙ্গে আমার সম্পর্ক সবচেয়ে মজবুত এবং সুদৃঢ়।”
এছাড়াও পপতারকা ম্যাডোনা তার ‘এমডিএনএ’ ট্যুরের জন্য অর্জন করেছেন ‘টপ ট্যুরিং আর্টিস্ট’-এর পুরস্কার, ট্যুরটি ছিল ২০১২ সালের সবচেয়ে ব্যবসাসফল ট্যুর।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।