আমাদের কথা খুঁজে নিন

   

আসুন এবারকার ২৯তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্নপত্রগুলো দেখি ও মুল্যায়ন করি ।



২৯তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র দেখে আমার অভিজ্ঞতা মিশ্র । পিএসসির পরীক্ষকরা একদিকে মেধাবী, অপরদিকে অপদার্থ ও তৈলবাজ । প্রশ্নে কোন রকম মডারেশন হয় না । হবেও বা কিভাবে ?যে যায় লংকায় সেই হয় রাবন । যাকে দিয়ে মডারেশন করা হবে সেই করবে ফাঁস ।

তাই গোপনীয়তা রক্ষা করতে গিয়ে প্রশ্নের মান ধরে রাখা যায় না । এইসব বেড়াজালে উদ্ভট প্রশ্নপত্র দিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা দেয় । মেধা কতটুকু যাচাই হয় প্রশ্নসাপেক্ষ । এরই মাঝে জেলা কৌটা ,মুক্তিযোদ্ধা কৌটা ,দলীয় ক্যাডার,ঘুষ দিয়ে পদ বিক্রি এসব কারনে প্রকৃত মেধাবীদের সুযোগ সীমিত হয়ে যাচ্ছে । তার উপর আছে ভাইভার নামে প্রহসন ।

ব্লগে কয়েকজন লিখেছেন কত উদ্ভট প্রশ্নই না করে ভাইভাতে । Click This Link আসুন এবারকার ২৯তম লিখিত প্রশ্নের প্রশ্নপত্রগুলো দেখি । আমার মুল্যায়ন আপনাদের সাথে কতটুকু মিলে একটু শেয়ার করলে খুশী হব । ১। বাংলা ১ম পত্র যথার্থই বিসিএসের উপযোগী প্রশ্নপত্র ।

নির্ভুল বানান । পরীক্ষকের সফলতা শতভাগ । রেটিং A+ ২। বাংলা ২য় পত্র এটিও সিলেবাস অনুযায়ী ভালো প্রশ্ন । রেটিং A+ ৩।

ইংরেজী ১ম পত্র ৮ নং প্রশ্নপত্রে fresh blood দিয়ে বাক্য রচনা করতে বলা হয়েছে । আমি কোথাও এটি পাইনি। কেউ পেলে এবং অর্থ জানালে কৃতার্থ হব । এছাড়া বাকী সবই ঠিক আছে । রেটিং A ৪।

ইংরেজী ২য় পত্র ২(b) প্রশ্নে Private Job Sectors in Bangladesh রচনার (vii) ও (viii) নং গাইডলাইন খেয়াল করুন । (vii)Problems and solutions (viii)Conclusion with recommendations এই দুটো পয়েন্টে মোটামুটি ঘুরেফিরে একই কথা আসবে । বাকী সব ঠিক আছে । রেটিং A ৫। বাংলাদেশ বিষয়াবলী ১ম পত্র ২নং প্রশ্নের দিকে খেয়াল করুন ।

এই প্রশ্নের ধারাবাহিকভাবে জবাব দিতে গেলে পরীক্ষাথীকে ইতিহাসের উল্টাদিকে যেতে হবে । উর্দুরাষ্ট্র ভাষা ->ভাষা আন্দোলন->মুক্তিযুদ্ধ এই ধারাবাহিকতায় না গিয়ে পরীক্ষার্থীকে উত্তরদিতে হবে মুক্তিযুদ্ধ->ভাষাআন্দোলন->উর্দু রাষ্ট্র ভাষা । ৪নং প্রশ্নের প্রথম অংশের ইংরেজী দেখুন । ঠিক আছে? বাকী সব ঠিক আছে বলে মনে হয় । রেটিং A- ৬।

বাংলাদেশ ২য় পত্র ৩ ও ৪ নং প্রশ্ন দেখুন । ৩ কে পুরোপুরি দোষে দুষ্ট করা না গেলেও ৪ নং পুরো তেলতেলে প্রশ্ন। ৫ নং প্রশ্নের বাংলার সাথে ইংরেজীর মিল নেই । ৯ নং প্রশ্নের সিলেবাস বাংলাদেশ বিষয়াবলী ১ম পত্র রেটিং B ৭। আন্তর্জাতিক বিষয়াবলি ১(ক) ইংরেজী ঠিক আছে ? ২(গ)Pease হবে না হবে peace রেটিং A ৮।

গানিতিক যুক্তি (গনিত) ৭(ক)এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রার্থীদের গলদঘর্ম হতে হয়েছে ,কারন প্রশ্নই ভুল ছিল –উতপাদকে বিশ্লেশন করা যাচ্ছিল না । পরীক্ষা শেষ হওয়ার ৫ মিনিট আগে সংশোধনী দেয়া হয় –যাতে পরীক্ষার্থীদের উপকারে আসেনি । প্রশ্নে ছিল a³-3a²b+2b² সংশোধনীর পর a³-3a²b+ab² রেটিং A ৯। সাধারন বিজ্ঞান ও প্রযুক্তি সুন্দর ও ভাল প্রশ্ন । রেটিং A+ ১০।

মানসিক দক্ষতা এখানে দেখুন Click This Link রেটিং c- সবগুলো প্রশ্ন । ১। বাংলা ১ম পত্র ২। বাংলা ২য় পত্র ৩। ইংরেজী ১ম পত্র ৪।

ইংরেজী ২য় পত্র ৫। বাংলাদেশ বিষয়াবলী ১ম পত্র ৬। বাংলাদেশ ২য় পত্র ৭। আন্তর্জাতিক বিষয়াবলি সাধারন বিজ্ঞান ও প্রযুক্তি গানিতিক যুক্তি (গনিত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।