আমাদের কথা খুঁজে নিন

   

ডাম্ব আমেরিকান- গত দু সপ্তাহের রেডিওর খবর।

সময় পোড়া বাতিঘর। ঘাটের এই পারে বসে আছি ঐ পারে যাওয়ার অপেক্ষা। মুসাফিরের ব্লগ। এটা হলো গত সপ্তাহের ঘটনা। অফিস শেষ করে বাসায় ফিরার সময় গাড়ীতে রেডিও চ্যানেল ১০৬ পয়েন্ট ৭ শুনছি।

১৭ বছরের একটা কিশোর গান্জা খেতে গিয়ে ধরা পড়েছে। গান্জা খেয়েছিস ভালো কথা। অনেকেই খায়। তাই বলে একেবারে পুলিশ স্টেশনের সামনে গাড়ি পার্ক করে । পুলিশ জিগ্গাসা করলো- পুলিশ পার্কিং লটের সামনে দাঁড়িয়ে গান্জা খাওয়ার ইচ্ছে হলো কেন? বাড়ীতে মায়ের নিষেধ।

তাই এ জায়গাটাকে নিরাপদ মনে করলাম তাই। মায়ের আদেশ পালন করে বাড়ীতে গান্জা না খেয়ে পুলিশ স্টেশনের সামনে খাওয়ায় বিচারক খুশী হয়ে ৫ বছর জেল থেকে ১ বছর কমিয়ে ৪ বছর করলেন। মহতপ্রাণ বিচারক আর মায়ের আদেশ পালনকারি ভদ্র ছেলে। এবার এই ঘটনা শুনেন। আমেরিকায় প্রতি ১৫ সেকেন্ডে নাকি একটা চুরি অথবা ডাকাতি হয়।

প্রায় দু সপ্তাহ আগের সংবাদ। ত, ডাকাতি হয় এটা ভালো কথা। কিন্তু ডাকাতি করবে তাও ৯১১ নাম্বারে কল করে। ৯১১ হলো আমেরিকার ইমার্জেন্সি নাম্বার। যেকোনো সমস্যায় ৯১১ নাম্বার হলো পুলিশের জরুরি লাইন।

তো দুই ডাকাত গেছেন এক বয়োজ্যেষ্ট মহিলার বাড়ি ডাকাতি করতে। তার মধ্যে একজন ভুল করে ৯১১ ডায়াল করে বসেছেন। ঐ দিকে ৯১১ অপারেটর হ্যালো, হ্যালো করছে । আর ডাকাত রা ডাকাতিতে মশগুলো। ২০ মিনিটও হয়নি বেরসিক পুলিশ হাজির।

এই ঘটনা হলো আজকের খবর। এইবার এইটা শুনেন । এইটা মনে হলো সবচেয়ে জটিল। আমি শুনে একেবারে ব্লগের বহুল পরিচিত "হাহাপগে" অবস্থা। ব্যাটল ফিল্ড নামক একটা বিরাট পার্ক রয়েছে।

এখানে গেছেন দুই বান্ধবী জগিং করতে ভোরের দিকে। ঐ পাশ থেকে আসছে প্রায় সাড়ে ছয়ফুট লম্বা এক শ্বেতাংগী লোক। লোকটি দেখলো আশে পাশে কেউ নাই। দুই যুবতীকে দাঁড়া করালো। মায়া লাগলো ললনাদের ।

এরপর নিজেকে ওদের সামনে একেবারে জন্মদিনের পোষাকে অবমুক্ত করলো। বেচারার কপাল খারাপ - মহিলা দুজন ছিলো আন্ডার কভার পুলিশ অফিসার। প্রকাশ্যে জনসম্মুখে এক্সপোজের জন্য তিন বছরের জেল। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.