জন্মই যদি আমার ভালবাসা বঞ্চিত
এক ঝলসানো কোলে হয় ,
যার আপন পদমর্যাদা ক্ষীন
সকলি শূণ্য,শুধু একাকী
তাই নিত্য দিনের চাওয়ায়
কোন আদর নেই।
নয়নের নির্জাসিত জল পড়েছে
যে শিশুর বুকের উপর
বিতৃষ্ঞার এক মর্মর সাক্ষী সে
জন্মের ভুল সূত্রে আবদ্ধ চারিদিক
জ্ন্মদাত্রী হত্যা করতে চেয়েও
হাত গুটিয়ে নিয়েছে হয়তবা ,
নিরুদ্দেশী পিতার অবাঞ্চিত মিলনের ফসল।
জন্মই যার এমনতর
ভালবাসা পাওয়ার আশা কোথায় ?
জীবনের শেষ পদ চিহ্নও কি তাই হবে?
বঞ্চিতার ফসল আগামীর বঞ্চিতা
এই যদি হয় আমার বাস্তবতা,
সুখ নামের পদচিহ্নও
থাকবে না জীবনের পথে।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।