আমাদের দেশের মানুষ খুব দ্রুত সব ভুলে যায়... ১৯৭২-৭৫ এ বাকশালী শাসনের পরে ১৯৯৬-২০০১ হাছিনার কুশাসন মানুষ খুব জলদি ভুলে গিয়ে ২০০৮ এ মন-প্রান উজাড করে ভোট দিয়ে এখন যদি হাছিনার গুষ্টি উদ্ধার করে, তাহলে আমি হাছিনা সরকারকে দোষ দিতে পারি না... দোষ দিতে পারি সেইসব মূর্খ'দের যারা ডিজিটাল বাংলাদেশের ভূয়া/অসত্য/আজাইরা কথায় উম্মাদ হয়ে ভোট দিয়েছিলো...
এখন যদি পুঙ্গি মারা খায়, তাহলে আমি অবশ্যই সরকারকে দোষ দিতে পারি না...যে যার কাজ করবে, এইটাই দুনিয়ার নিয়ম
এই সরকার যে এমন করবে এইসব বুঝতে আইনস্টাইন হইতে হয় না... আর কিছু না হোক, "না" ভোট দিতে পারতেন সবাই...
একজন অপরাধীকে ভোট দেওয়ার চেয়ে "না" ভোট দেওয়া আমি যুক্তিসঙ্গত মনে করি...তাই না ভোট দিয়েছিলাম...
যা এই গনতান্ত্রিক সরকার এসে বন্ধ করে দিছে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।