আমাদের কথা খুঁজে নিন

   

মৌলভীবাজারে ভেজাল দুধ খেয়ে অসুস্থ ১৮



মৌলভীবাজার দৈনিক সমকাল প্রতিনিধি মৌলভীবাজার সদর উপজেলার সিংকাপন এলাকার বৈরীদলন গ্রামে গতকাল সোমবার আবুল খায়ের গ্রুপের বাজারজাতকৃত মার্কস দুধ খেয়ে বিষক্রিয়ায় একই পরিবারের নারী-শিশুসহ ১৮ জন অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ ১২ জনকে শহরের গ্রীন হেলথ প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে অসুস্থদের আত্মীয়-স্বজন অভিযোগ করেছে, সদর হাসপাতালে চিকিৎসা করতে গিয়ে দু'ঘণ্টা অপেক্ষা করার পরও তাদের হাসপাতালে ভর্তি করা হয়নি। জানা গেছে, গতকাল সোমবার গ্রীষ্মের ছুটিতে সিংকাপনের বৈরীদলন গ্রামে আবদুল খালিকের বাড়িতে তার তিন মেয়ে ও নাতি-নাতনী বেড়াতে আসে। দুপুরের খাবার খেয়ে আবুল খায়ের গ্রুপের বাজারজাতকৃত মার্কস দুধ দিয়ে তারা চা খায়।

এর পরপর সবাই পেটে ও মাথায় প্রচণ্ড ব্যথা এবং জ্বালাপোড়া অনুভব করে। সঙ্গে সঙ্গে কয়েকজন অজ্ঞান হয়ে যায়। এ অবস্থায় রোগীদের শহরের গ্রীন হেলথ প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিলে ৬ জন সুস্থ হয়ে উঠেন। হাসপাতালে ভর্তিকৃতরা হচ্ছেন_ সুজনা বেগম (৩৭), সুইটি বেগম (১২), জোহরা বেগম (৬০), রোকেয়া বেগম (৩৮), মীনা বেগম (৩৫), লোপা বক্স (২৫), লিজান তরফদার (১০), মিলি আক্তার (১৫), জিতু মিয়া (৪৫), নেওয়া বেগম (৪২) ও মেরিনা আক্তার তানজু (১৩)।

সুস্থ হয়ে ওঠা ৬ জন হচ্ছেন- জসিমউদ্দিন (৩০), লালন (২০), রেছনা বেগম (২৫), তোফা (১৬), রিয়া বেগম (১১) ও জুমন (১২)। অসুস্থদের আত্মীয় সোয়েব আহমদ বলেন, সদর হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকদের অবহেলার পর অসুস্থদের গ্রীন হেলথ কর্তৃপক্ষ মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।