নর্দমার রাত, হিরন্ময় তাঁত
০১.
শাদামাটির পাহাড় অথবা টিলা যেইরূপে দৃশ্যমতি হলো:
০২.
সোমেশ্বরী নদী এবং ওপারের মেঘালয়ে আকাশপ্রাচীর:
০৩.
এবং আমি:
০৫.
আমাদের স্বপ্নভঙ্গ:
সবুজ পাহাড় ঘন জঙ্গল। পাহাড়ের খাজে খাজে গারোদের স্বপ্নিল কুড়েঘর।
আর পাশে শাদামাটির পাহাড়। ধবধবে শাদা। পাহাড়ের পাদদেশে হ্রদ।
সবুজাভ জল।
কিন্তু বাস্তবচিত্র ওই রকম হলো না। শাদামাটি বা চীনামাটি আসলে শাদা নয়, লালচে। পানি সবুজাভ নয়, ঘোলা। পাহাড় নয়, টিলা।
ন্যাড়ামাথা। ঘনজঙ্গল কিংবা গারোদের ঘর নাই।
০৬.
রাস্তার অবস্থা ভালো নয়। চারবার নৌকায় নদী পার হতে হয়। এর কারণ বঙ্গবীর কাদের সিদ্দিকী।
এবং তার সোনার বাঙলা কন্সট্রাক্শন ফার্ম। তিনি যেইসব ব্রিজ তৈরিতে হাত দিয়েছিলেন পিলার তৈরি করে বাকিটা শেষ করেন নি। দেশের জন্যে যুদ্ধ করার দাম এইভাবে নিয়ে নিয়েছেন।
০৭.
আমাদের প্রাপ্তি:
কবি ব্লগার সকাল রয়। এবং তার এক বন্ধু, খুব সম্ভব তিনিও কবি।
তারা মোটরবাইক নিয়ে সারাক্ষণ আমাদের সাথে ছিলেন। তাদের অঞ্চলের দেখার মতো সব জায়গা দেখিয়েছেন। চীনামাটির পাহাড়, বিজয়পুর বিডিআর ক্যাম্প, রানীখং এর গির্জা, সোমেশ্বরী নদীর ওপারে মেঘালয় পাহাড় ইত্যাদি। আমরা গিয়েছিলাম তিনজন। আমি, আমার বন্ধু আরিফ( আরিফ ফেনী থেকে) আর ময়মনসিংহ্ শহর থেকে কবি কৃষ্ণ তরুণ।
সকাল রয় এবং তার বন্ধুর সাথে পরিচয় হচ্ছে আমাদের সবচে' বড় প্রাপ্তি। এতো চমৎকার মানুষ কম দেখা যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।