সমুদ্রে সমাধিস্থ হতে চাই
মসজিদ মন্দির গীর্জায় ভরছে স্বদেশ
আর সে' বাস্তুহীন
ঘুরছে পথে গাছতলায়
রোদ ঝড় বৃষ্টি-বাদল বেলায়
ধর্ষিত হচ্ছে তা'র বিকেলেরা যখন তখন
যত্রতত্র মাঠে ময়দানে রাস্তায় অলিতে গলিতে
নির্সগের সবুজ পার্কে
শান বাঁধানো বারান্দায়, বকুল তলায়
আলো আঁধারে অদৃশ্য অস্পৃর্শ সে'
নাই তা'র মানবাধিকার-যৌনাধিকার।
সে' যাদের অলিখিত অধিকার!
তারা হিসাব বুঝে নিতে কার্পণ্য করে নি কোনকাল
বাঙলা, আমার! সোনার বাঙলাও রাখেনা
ধর্ষণের খবর তা'র
তা'র শৈশব জুড়ে ধর্ষণ ধর্ষণ আর ধর্ষণ
তা'র কৈশোর জুড়ে ধর্ষণ ধর্ষণ আর ধর্ষণ
তা'র যৌবন জুড়ে ধর্ষণ ধর্ষণ আর শধুই ধর্ষণ
তা'র বার্ধক্য জুড়ে ধর্ষণ ধর্ষণ আর শধুই ধর্ষণ
এক টুকরো শিল্প চাই;
এক টুকরো বিমূর্ত শিল্প;
যার অবয়ব জুড়ে
৫৬০০০ বর্গমাইল বাঙলার
ধর্ষকের চেহারা ভেসে উঠবে
এক টুকরো শিল্প চাই;
এক টুকরো বিমূর্ত শিল্প;
যার অবয়ব জুড়ে
৫৬০০০ বর্গমাইল বাঙলার
ধর্ষিতার চোখের জল ভেসে উঠবে
এক টুকরো শিল্প চাই;
এক টুকরো বিমূর্ত শিল্প;
যার অবয়ব জুড়ে
৫৬০০০ বর্গমাইল বাঙলার
মোল্লা পুরুতের বিমানবিক চেহারা ভেসে উঠবে
এক টুকরো শিল্প চাই;
এক টুকরো বিমূর্ত শিল্প;
যার অবয়ব জুড়ে
৫৬০০০ বর্গমাইল বাঙলার
পশু ও তা'র প্রভুদের চেহারা ভেসে উঠবে....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।