কবিতা মনের কথা বলে।
আমি এক নতুন পৃথিবীর কথা বলছি
যেখানে থাকবে না ক্ষুদা,আর দারিদ্রতার অভিসাপ।
আমি এমন এক পৃথিবীর কথা বলছি
যেখানে থাকবে না হিংসা,বিদ্বেষ,হানাহানি,কলহ
বইবে শান্তির বাতায়ন,নব দিগন্তের পথ বাহিয়া।
আমি এমন এক নতুন দেশ চাই
চাই এক নতুন সমাজ ব্যবস্থা
সেখানে কোন ক্ষুদাতুর আত্ম মানবতার
ঞন্দন শুনা যাবে না।
আমি এমন এক নতুন দেশ ও সমাজের কথা বলছি
যেখানে নারীর সন্মান নিয়ে কেউ ছিনিবিনি খেলবে না,
দারিদ্রতার অভিসাপ থাকবে না,হানাহানি,দলাদলি থাকবে না,
বইবে সুখের রঙিন স্বপ্ন।
আমি এক নতুন পরিবারের কথা বলছি
যেখানে হাসি আর প্রান চাঞ্চল্লে ভরে উঠবে
পুরো আঙিনা,আনন্দে মুখরিত হবে এ দেশ,
এ সমাজ আর বাংলার প্রতিটি গৃহ,
যেন নৈসর্গিক সমিরনে সুভাসিত, এ এক নতুন অধ্যায়
প্রাচীনের সকল ব্যুহ ভেদ করি,নবীনের অঘ্য বিরচনে।
মায়ের সন্মান,বোনের ইজ্জত,ভাইয়ের আদর থাকবে
পিতৃ স্নেহের অটুট মহিমায় বেড়ে উঠবে সকল সন্তান
মায়ের মমতায় বুক ভরা আদরে।
আমি চাই সেই নতুন সমাজ,
কাননে কুন্জে পারিজাত কুসুম চয়নে
মননে লালনে যতনে অসীম সীমানা পেরিয়ে,
এক সুখী সুন্দর সমাজ আর পরিবার গঠনে,
দেশের সুখ আর সমৃদ্দি বাড়তা বহনে,
আমি এক নতুনের কথা বলছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।