প্রিমিয়ার ক্রিকেট ইতিহাসে এই প্রথম ক্রিকেটারদের দলবদল হচ্ছে লটারি পদ্ধতিতে। এই পদ্ধতিতে ক্রিকেটারদের কীভাবে দলভুক্ত করবে ক্লাবগুলো, তা বোঝাতে পাঁচ ঘণ্টা ব্যয় হয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) কর্মকর্তাদের। ক্লাব কর্মকর্তারা বুঝলেও রহস্য ভেদ করতে পারেননি ক্রিকেটাররা। এর পরও ভিন্ন আবেদনের, ভিন্ন মেজাজের এবং নতুন মাত্রার 'প্লেয়ার বাই চয়েস' পদ্ধতির দলবদল আজ বিকাল ৩টায় শুরু হবে রূপসী বাংলা হোটেলে। ১৬ রাউন্ডের এই দলবদলে ক্রিকেটারদের গ্রেডিং করা হয়েছে সাতটি।
সাত গ্রেডে রাখা হয়েছে ১৮৮ ক্রিকেটার। এদের মধ্য থেকে ১৩৬ ক্রিকেটারকে বাধ্যতামূলকভাবে দলভুক্ত করতে হবে ক্লাবগুলোকে। বহুল আলোচিত দলবদলে ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ধরা হয়েছে ২২ লাখ এবং সর্বনিম্ন আড়াই লাখ টাকা। তবে ১ লাখ টাকা পারিশ্রমিকও ধরা হয়েছে দলবদলে। 'এ' প্লাস ক্যাটাগরির ক্রিকেটার মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও নাসির হোসেন।
এদের দলভুক্ত করতে প্রিমিয়ার ক্রিকেটের ১২ ক্লাবের মধ্যে লটারি করা হবে শুরুতে। আগ্রহী দলগুলোর মধ্য থেকে আবারও লটারির মাধ্যমে ক্লাবগুলো চার ক্রিকেটারকে দলভুক্ত করবে। 'এ' ক্যাটাগরির ক্রিকেটার সংখ্যা ১২ এবং লটারিতে প্রতিটি ক্লাব এই ক্যাটাগরি গ্রুপ থেকে সংগ্রহ করবে একজন করে। 'বি' প্লাস ক্যাটাগরির ক্রিকেটারের সংখ্যা ২৪ এবং প্রতিটি ক্লাব এদের মধ্য থেকে সংগ্রহ করবে দুজন করে। 'বি' ক্যাটাগরির ক্রিকেটারের সংখ্যা ৩৬ এবং প্রতিটি ক্লাব সংগ্রহ করবে তিনজন করে।
'সি' ক্যাটাগরির ক্রিকেটার সংখ্যা ২৪ এবং ক্লাবগুলো এই ক্যাটাগরি থেকে সংগ্রহ করবে দুজন করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।