সকল প্রকার অনলাইন নষ্টামীর মূল সাইট ভদ্রবেশী ফেইছবুক বন্ধ করায় সরকারকে, আমাদের পরবর্তী জেনারেশনের কথা চিন্তা করে
ধন্যবাদ দেওয়া উচিত।আমাদের যুব সমাজের বর্তমান অবক্ষয়ের অন্যতম মূল উৎস হচ্ছে ফেইছবুক।যদিও আপাতদৃষ্টিতে তা না মনে হলেও একটু মাথা খাটিয়ে চিন্তা করলে এর ভয়াভয়তা সম্পর্কে সুস্পষ্ট ধারনা পাওয়া যায় ।ফেইছবুকের জন্য সৃষ্ট হচ্ছে নানা প্রকার নিষিদ্ধ অসম ভালোবাসা ,যা যুব সমাজ নষ্টের অন্যতম মূল হেতু।আমাদের যুব সমাজ তাদের মূল্যবান সময়ের একটি বড় অংশ এইসব তথাকথিত সোশ্যাল নেটওয়ারকিং সাইটে ব্যয় করছে।
যেসময় ওদের খেলার মাঠে বন্ধুদেরকে নিয়া খেলার কথা অথবা হোমওয়ার্ক করার কথা ,সেইসময় মোবাইল বা কম্পিউটার নিয়ে সোশ্যাল নেটওয়ারকিং এর নামে পরকীয়ায় বা ভার্চুয়াল ডেটিংয়ে (কিংবা অন্য কিছুতে) ব্যস্ত ,যা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য অত্যন্ত লজ্জাজনক
এরচেয়েও সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে দেশের ৯৫ ভাগ মানুষই যদি ফেইছবুক ছাড়া সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এবং তাদের এ সাইট বন্ধে অভিযোগ না থাকে, তাহলে বাকী ৫ ভাগের এই ব্লগ লাফালাফিতে সরকারের উচিত কর্ণপাত না করে যুগপযোগী এবং দূরদৃষ্টি মূলক সিদ্ধান্তে অটল থাকা।
আর সামহোয়ারের মত একটি বিচক্ষন সাইটের উচিত এবিষয়ে মায়াকান্নামূলক পোস্টগুলো প্রথম পাতায় প্রকাশ না করা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।