আমাদের কথা খুঁজে নিন

   

দ. আফ্রিকায় পর্নোচিত্র নিষিদ্ধ করার প্রস্তাব।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

তারিখ: ৩০-০৫-২০১০ দক্ষিণ আফ্রিকার উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মালুসি গিগাবা সে দেশে মোবাইল ফোন ও ইন্টারনেটে পর্নোচিত্র প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ করার প্রস্তাব করেছেন। এ ব্যাপারে তিনি দেশটির আইন সংস্কার কমিশনের সঙ্গে যোগাযোগ করেছেন। কমিশনের কাছে তিনি জানতে চেয়েছেন, আইন পরিবর্তন করে পর্নোচিত্র প্রদর্শন নিষিদ্ধ করা যায় কি না। মন্ত্রী গিগাবা জাস্টিস অ্যালায়েন্স ফর সাউথ আফ্রিকার (জেএএসএ) কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছেন।

পর্নোগ্রাফি নিষিদ্ধে বর্তমানে এ সংস্থাটি একটি খসড়া প্রস্তাব তৈরি করছে। সরকারের এ প্রস্তাবে ক্ষুব্ধ হয়েছেন ইন্টারনেট-সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তাঁরা এ প্রস্তাবকে ‘পাগলামো’ বলে অভিহিত করেছেন। জেএএসএ প্রস্তাব করেছে, ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর ব্যবহূত অবাঞ্ছিত ফিল্টারিংয়ের মাধ্যমে টেলিভিশন, মোবাইল ফোন ও ওয়েবে পর্নোচিত্র প্রদর্শন বন্ধ করা যেতে পারে। অস্ট্রেলিয়া ও চীনে ইতিমধ্যে এর ব্যবহার শুরু হয়েছে।

তারা ফিল্টারিংয়ের মাধ্যমে কিছু নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ বন্ধ করে দিয়েছে। নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান সফোসের কর্মকর্তা গ্রাহাম বলেছেন, এর আগেও বেশ কয়েকটি দেশ পর্নোচিত্র বন্ধের উদ্যোগ নিয়েছিল। কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার মতো একটি গণতান্ত্রিক দেশে এ পদক্ষেপ নেওয়া হলে যে কেউ বিস্মিত হবে। ২০০২ সালে ইটিভি নামের একটি টেলিভিশন চ্যানেল মধ্যরাতে পর্নোচিত্র প্রদর্শন শুরু করে।

এ ঘটনার পর দক্ষিণ আফ্রিকায় পর্নোচিত্র প্রদর্শন বন্ধের পক্ষে-বিপক্ষে ব্যাপক বিতর্ক চলছে। — (কপি পোষ্ট)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।