গরু নিসৃত গোবর ও শ্বাসপ্রশ্বাস থেকে উৎপন্ন মিথেন গ্যাস জমতে জমতে ভয়াবহ এক বিস্ফোরণ ঘটেছে জার্মানির রাসডর্ফ শহরের একটি গোয়ালে। এই বিস্ফোরণে গোলায়টির ছাদ পুরোপুরি উড়ে গেছে এবং একটি গরু মাত্মকভাবে আহত হয়েছে।
জানা যায়, গোয়ালের মোট ৯০টি গরু পেট ফাঁপার কারণে বমি শুরু করলে ঘরে উচ্চমাত্রায় মিথেন গ্যাস জমতে থাকে। আর এতে ধীরে ধীরে ইলেট্রিক চার্জ জমতে জমতে একসময় বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।বিস্ফোরণের পর শহরের অগ্নিনির্বাপক কর্মকর্তা গোয়ালটি পরিদর্শন করেন এবং আরো বিস্ফোরণের সম্ভাবনা আছে কিনা তার জন্য গ্যাসের রিডিং নেন।
ধারণা করা হয়, প্রতিদিন এসব গরুর মলমূত্র ও শ্বাসপ্রশ্বাস থেকে ৫০০ লিটারের বেশি মিথেন গ্যাস উৎপন্ন হয়।
উল্লেখ্য, মিথেন একটি শক্তিশালী গ্রিনহাউজ গ্যাস। আর পৃথিবীতে গরু প্রতিদিন মলমূত্র ও শ্বাসপ্রশ্বাসের সঙ্গে বিপুল পরিমাণ অ্যামোনিয়া উৎপন্ন করে। যা মাটি ও পানিকে অম্লীকরণ করে তুলতে পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।