আমাদের কথা খুঁজে নিন

   

মেরাডোনার বাড়ি নোয়াখালি। একটি বদামাইশি পোষ্ট।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

== == == == == == == == == == আমাদেরই এক বন্ধু সেদিন আমার লেপটপে ফেসবুক ইউজ করার পর সাইন আউট না করে চলে গিয়েছিল। এই সুযোগে আমি তাকে একটু মেরে দিলাম। তার স্ট্যাটাসে লিখি দিলাম, ( আমার নাম রিয়াদ, আমার বাড়ি নোয়াখালি। আমি কায়রো আসার আগে অনেক মদন ছিলাম, কায়রো এসে হুন্ডি ব্যাবসা করে মাসে ২০০০ ডলার কামাই, তাই মনটা অনেক ভাল থাকে সব সময়।

কিছু পুলাপাইন আমাকে নোয়াখালি বলে লাড়া লাড়ি করে, কিন্তু আমি রাগ করি না। কারণ, আমি নোয়া খাইল্লা, আমার বাবা নোয়াখাইল্লা, আমার দাদাও নোয়াখাইল্লা, এমন কি আমার বাচ্চা কাচ্চাও হবে নোয়াখাইল্লা। নোয়াখালি জিন্দাবাদ। একমাত্র নোয়াখালিই জিন্দাবাদ। ---------------------- বাস কেল্লা ফতে, দুই ঘন্টার মধ্যে তার ৮০০ বন্ধুদের থেকে মজার মজার কমেন্ট আসতে লাগল।

বুঝতেই পারছেন, কেহ কেহ নোয়াখালি নিয়ে গালাগালি করতেও ছাড়ে নি। ------------------ এবার আসলো তার পালা। আমি নিজেই তাকে সুযোগ করে দিয়ে সাইন আউট না হয়ে বাহিরে গেলাম। এসে দেখলাম, সে আজে বাজে কিছু ছবি আপলোড করছে, কিছু বাজে বাজে লিন্কেও এলাও করেছে, আমার একাউন্টে, যাতে করে সব বন্ধুদের নিকট এই সব নোংরা জিনিস চলে যায়। আমি চাবি পকেটে থাকতেও কলিং বেল চেপে ঘরে আসলাম।

সে তারাতারি লেপটপ বন্ধ করে উঠে আসল, এবং কাশতে কাশতে ওয়াসরুমে গেল। এই পাচ মিনিটে আমি ফেসবুকথেকে সমস্ত সমস্ত ছবি ডিলেট করে দিলাম ও লিন্ক গুলাকে ইগনোর করে দিলাম। ------------------------ ঘটনাটা ছিল গত সপ্তাহের প্রথম দিকের। ------------------------ গত সপ্তাহৌরে দেখলাম সে আর্জেন্টিনা নিয়ে খুব মাতা মাতি করছে। মেসি আর মেরাডোনার ছবিদিয়ে একাকার করে দিচ্ছে।

ব্রাজিলকে নিয়ে গালাগালি করতেও ছাড়ছে না। বিষয়টা আমার নিকট ভাল ঠেকছে না। তাই আবার সুযোগে রইলাম। ------------------------------ হাটাৎ সুযোগ পেয়েও গেলাম। ----------------------------- এবার বানিয়ে বানিয়ে একটা গল্প লিখলাম।

গল্পের মুল কথা হচ্ছে, মেরাডোনার দাদা ছিল বাঙালী। সে পালিয়ে আমেরিকা যাবার পথে আর্জেন্টিনায় আটকিয়েযায়। পরে সেখানে ভাল চাকরি পেয়ে যাওয়াতে আর আমেরিকা যায় না। সেখানেই থেকে যায়। এর থেকেই শুরু হয় মেরাডোনার জন্ম।

কাজেই মেরাডোনার আসল বাড়ি নোয়াখালি। ------------------------ বাস এবার বুঝতেই পারছেন কি কি হতে পারে ফেসবুকে। ব্রাজিলের সাপোর্টাররা তো একেবারে সুযোগ পেয়ে বসেছে। যা ইচ্ছা তাই লিখতে লাগল। =================== একটু পোলাপাইনি মজা লইলাম।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.