ঘরের মাঠে হেল্লাস ভেরোনার জয়ের নায়ক লুকা টনি। স্বাগতিকদের দুটো গোলই সেরি-আ’র ২০০৫-০৬ মৌসুমের সর্বোচ্চ গোলদাতার। হেল্লাসের জার্সি গায়ে এটাই ছিল ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকারের অভিষেক ম্যাচ।
সমর্থকদের হতাশ করলেও ১৪ মিনিটে অভিষিক্ত মিডফিল্ডার আন্দ্রিয়া পলির গোলে এগিয়ে যায় ১৮ বারের লিগ চ্যাম্পিয়ন মিলান। মারিও বালোতেল্লির চমৎকার পাস ধরে, দুজন ডিফেন্ডারকে কাটিয়ে গোলটি করেন পলি।
তবে ২৯ ও ৫৩ মিনিটে টনির দুটো নিখুঁত হেড দারুণ এক জয় এনে দেয় হেল্লাসকে। ২০০৮ সালে জার্মান বুন্দেসলিগা ও উয়েফা কাপের (এখন যে টুর্নামেন্টের নাম ইউরোপা লিগ) সর্বোচ্চ গোলদাতার প্রথম গোলটির উৎস কর্নার।
টনির দ্বিতীয় ও জয়সূচক গোলটির জন্ম সার্বিয়ান মিডফিল্ডার বস্কো ইয়াঙ্কোভিচের দুর্দান্ত এক ক্রস থেকে। সেরি-আ’য় এটা তার ১১০তম গোল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।