আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্তু সিডি এর বিকল্প হিসেবে উবুন্তু ইউএসবি ব্যবহার করুন

ভালবাসি নিত্য নতুন প্রযুক্তিকে

উবুন্ত ইউএসবি অপেক্ষাকৃত কম সময়ে চালু হয় উবুন্ত সিডি থেকে অনেক দ্রুতভাবে। বেশি কথা না বলে দেখিয়ে দিই কিভাবে।   যা প্রয়োজন ঃ   ১। Unebootin software. সাইজ ঃ 4.31 MB. ডাউনলোড ঠিকানা এইখানে   ২। Ubuntu installation ISO file. এটি ফ্রিতে পাওয়া যায়। ডাউনলোড ঠিকানা http://www.ubuntu.com/getubuntu/download   ৩। ১ থেকে ২ GB ধারন ক্ষমতাসম্পন্ন পেন ড্রাইভ   এখন তৈরি করা যাক উবুন্তু ইউএসবি ঃ   * প্রথমে ডাউনলোড করা Unebootin রান করুন * একটি নতুন উইনন্ডো আসবে * এখানে আপনার ডাউনলোড করা Ubuntu ISO ফাইলটি দেখিয়ে দিন এবং সবার নিচে ড্রাইভ হিসেবে আপনার পেন ড্রাইভকে দেখিয়ে OK বাটনে ক্লিক করুন * আপনার উবুন্তু ইউএসবি তৈরি করা কাজ শুরু হবে। (৫-৬ মিনিট লাগতে পারে বেশি হলে) * উবুন্তু ইউএসবি তৈরি করা শেষ হলে একটি মেসেজ আসবে Reboot এবং  Exit নিয়ে * আপনার উবুন্তু ইউএসবি তৈরি করা শেষ। এখন আপনার কম্পিউটার রিবুট করে BIOS কনফিগার করুন পেন ড্রাইভ থেকে বুট করার জন্য। আরো বিস্তারিত দেখুন এইখানে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।