ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
সারাটা জীবনের, চির চাওয়া
তোমায় আমার, হবে পাওয়া
এই চাওয়া মোর, হবে না পাওয়া
হুহু হুহু বয়ে যায়, দুঃখের হাওয়া
আমারি বুকের নদী, চলে নিরবধি
তীরেতে তোমার, দেখা মেলে যদি
সেই আশা মনে, কাঁদে ক্ষণে ক্ষণে
ব্যথা ভরা তরী, যায় জনে জনে
তোমারি দেখাতো, মেলেনাতো কভু
আশাতে বুক বেঁধে, বসে আছি তবু
দুঃখেরও তুফানে, ভাসিয়া ভাসিয়া
হারালাম মোরে, হাসিয়া হাসিয়া
তুমিহীনা জীবনে, চাওয়া নেই কোন
আমিহীনা পৃথিবী, ভাল রবে যেন
বুক ভরা আশা নিয়ে চলে গিয়ে হেসে হেসে, আমি অবশেষে
চির চাওয়া না পাওয়া তোমারেই পাইলাম, ওপারের দেশে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।