আমি স্বাধীনতায় বিশ্বাস করি। আমি বিশ্বাস করি মনুষত্বে
বিষয়টি আপনি কিভাবে নিবেন- সেটা আমি জানিনা তবে ভাল কিছুকে আপনি ভাল বলতে এবং খারাপ কিছুকে খারাপ বলার যে আপনার ক্ষমতা আছে, এটা আমি বিশ্বাস করি। কেননা-পৃথিবীর সকলেরই ক্ষমতা আছে ভাল মন্দ বিচারের আপনারও আছে - তাই আমার এটা মনে করা। ভাবছেন আমি মূল কথায় না গিয়ে এত ভনিতা করছি কেন- এটা ভনিতা নয়- কারন আমার মূল কথা বলতে উপরোক্ত বিষয়টির অবতারনা করা দরকার তাই করেছি। সারা বাংলাদেশের কথা আমি জানিনা বা এখানে সেটা বলব না- আমি এখানে বাংলাদেশের খুবই ক্ষুদ্র একটি অংশের কথা বলব- আমার মনে হয় অনেকেই সেটা দেখে থাকবেন কারন যারা টুঙ্গি আবদুল্লাহপুর হয়ে কিংবা ঢাকা ইপিজেড হয়ে সাভার নবীনগরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে এসেছেন।
নবীনগরের পল্লীবিদুৎ হতে শুরু করে বাইপাইলের মোড় পর্যন্ত ধর্মশালা বানান ও এতিম খানার নামে সারাদিন - রাত্রের ও প্রায় দশটা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে মানুষের কাছে অর্থ সাহায্য চাচ্ছে । হাঁ অর্থ সাহায্য চাওয়া যায় তবে সেটা মাইক বাজিয়ে শব্দদূষন করে নয়। নবীনগরের পল্লীবিদুৎ হতে শুরু করে বাইপাইলের মোড় পর্যন্ত ধর্মশালা বানান ও এতিম খানার নামে সাহায্য তুলে এরকম মাইকের সংখ্যা প্রায় ৫-৬টি। কতদিন আগেও যেখানে ছিল ১টি থেকে ২টির বেশী নয়। দিনকে দিন মাইকের সংখ্যা বাড়ছেই।
এতে করে সেখান কার শব্দ দূষনের মাত্রা অতিক্রান্ত হবার যোগাড়। আর যারা ধর্মশালা বানান ও এতিম খানার নামে সারাদিন - রাত্রের ও প্রায় দশটা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে মাইক ভাজিয়ে অর্থ তুলছে সেই উতোলনকৃত অর্থের কতটুকুই বা ধর্মশালা বানান ও এতিম খানায় ব্যবহৃত হয় সেটাই একটি কথা। তবে যাই হোক ধর্মশালা বানান ও এতিম খানার নামে অর্থ তোলা জায়েজ, তবে সেটা অবশ্যই জনগনের বিরুক্তর উদ্রেগ করে নয়। সারাদিন মাইকে চিৎকার চেচামেচি করে - শব্দ দূষন করে পল্লীবিদুৎ হতে শুরু করে বাইপাইলের মোড় পর্যন্ত এলাকাটাকে দোজক খানা বানিয়ে ফেলেছে। এখনই এদের প্রতিরোধ করা উচিত।
তবে হাঁ ধর্মশালা বানান ও এতিম খানার নামে চাঁদা তুলবে তবে সেটা অবশ্যই মাইক না বাজিয়ে- শব্দ দূষন না করে।
আমার কথা আমি বললাম এখন আপনাদের মন্তব্য বলুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।