সত্যের চেয়ে অপ্রিয় আর কিছু নেই
অবশেষে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) হস্তক্ষেপে বাজার সংশোধন হয়েছে। চলতি মাসে পুঁজিবাজারে অব্যাহতভাবে লেনদেন এবং সূচকের রেকর্ড হওয়ায় প্রেক্ষিতে ২৩ মে এসইসি পুঁজিবাজারে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেয়ার একদিনের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেনে সোমবার বড় ধরনের সংশোধন হয়েছে। সোমবার লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের মধ্যে ২০২টি কোম্পানির শেয়ারের দর কমেছে।
সোমবারের বাজার পর্যবেক্ষণে দেখা যায়, মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলো সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার লেনদেনে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছে। বিশেষ করে অতি মূল্যায়িত হয়ে থাকা কোম্পানির শেয়ারগুলো না কেনার বিষয়ে বিনিয়োগকারীদের বিভিন্নভাবে প্রভাবিত করেন।
এরই ফলশ্রুতিতে সোমবার ডিএসইর তালিকাভুক্ত প্রায় সব কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। এদিকে শেয়ারের অতি মূল্যায়ন রোধে এবং লেনদেন ও সূচকের বৃদ্ধিতে এসইসির বাজার তদারকি অব্যাহত রয়েছে। এসইসির বাজার তদারকির অংশ হিসেবে বিভিন্ন ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর লেনদেন পরিস্থিতি খতিয়ে দেখছে। ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলো এসইসির নির্দেশনা অনুসারে মার্জিন লোন দিচ্ছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে এসইসি জানিয়েছে। স্পট মার্কেটে থাকা গ্রামীণ ফোনের লেনদেন বিশেষভাবে খতিয়ে দেখছে এসইসি।
স্পট মার্কেটের নিয়মানুযায়ী নগদ টাকায় শেয়ার কিনতে হয়। এক্ষেত্রে গ্রামীণ ফোনের লেনদেনে নেটিং করা হয়েছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে এসইসি। মার্কেট স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসইসির বাড়তি তদারকি অব্যাহত থাকবে বলে এসইসি জানিয়েছে।
সোমবারের বাজার বিশ্লেষণে দেখা যায়, চলতি মাসে লেনদেন বৃদ্ধিতে প্রভাব রাখা সেক্টরগুলোতে বড় ধরনের সংশোধন হয়েছে। বিশেষ করে ব্যাংক, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ও বীমাখাতের মূল্য সংশোধন ছিল উল্লেখ করার মতো।
এসব খাতের প্রায় সবগুলো প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে। সোমবার লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ২০২টি কোম্পানির শেয়ারের দর কমেছে, ব্যাংকখাতের ২৯টি কোম্পানির মধ্যে ২৬ কোম্পানির শেয়ারের দর কমেছে। এর মধ্যে বড় ধরনের সংশোধন হয়েছে ডাচ বাংলা ব্যাংক, এবি ব্যাংক, উত্তরা ব্যাংক, পূবালী ব্যাংকের শেয়ারে। এদিকে চলতি মাসে অব্যাহত দরবৃদ্ধি পাওয়া ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দরেও উল্লেখযোগ্য সংশোধন হয়েছে। একটি বাদে প্রায় সবগুলো কোম্পানির শেয়ারের দর কমেছে।
এছাড়া বীমাখাতের ৪৪টি কোম্পানির মধ্যে মাত্র ৫টি কোম্পানির শেয়ারের দর সামান্য বেড়েছে।
(শীর্ষ নিউজ ডটকম):
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।