আমাদের কথা খুঁজে নিন

   

নবম বারের মত উদযাপিত হলো বিশ্বসাহিত্য কেন্দ্রের বই-লিট ২০১০



বাংলা শিল্প-সাহিত্য-সংস্কৃতির সুস্থ বিকাশের অব্যহত ধারায় পালিত হলো বই-লিট ২০১০(বৈশাখী সাহিত্য উৎসব)। বিশ্বসাহিত্য কেন্দ্র লন্ডন নবম বছরের মত পালন করলো এ উৎসব। ২৩ মে বিপুল দর্শক সমাগমের মধ্যে সন্ধ্যা ৬ টায় বেথনাল গ্রীনের অক্সফোর্ড হাউজে সমবেত কন্ঠ গেয়ে ওঠে ’আলো আমার আলো’ আর কেন্দ্রের চেয়ার কবি শামীম আজাদ মঞ্চে আহবান জানান ব্রিটেনের বাংলাদেশ হাই কমিশনার অধ্যাপক সাইদুর রহমান খান কে। মি. খান মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। সন্ধ্যা সোয়া ছয়’টায় ইংরেজী কবিতা পাঠের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান।

এতে কবি স্টিভেন ওয়াটস এবং কবি টেজো চৌজেন পাঠ করেন বাংলাদেশী কবিদের রচিত ইংরেজী কবিতা এবং অনুবাদ। এরপর বাংলা একাডেমী বইমেলা ২০১০ এ প্রকাশিত চার কবির কবিতা আবৃত্তি এবং আলোচনা করেন আবৃত্তিকার উদয় শংকর দাস এবং রূপা চক্রবর্তী। তাঁরা কবি দেলোয়ার হোসেন মঞ্জু’র ’বিদ্যুতের বাগান, মুজিব ইরম’র ’আদি পুস্তক, আবু মকসুদ’র ’দূরতর গ্রহজীবন’ এবং মিলটন রহমান’র ’চ’র্ণকাল’ নিয়ে কথা বলেন এবং আবৃত্তি করেন। এ সময় কবিগণ ও উপস্থিত ছিলেন। এ পর্ব শেষে পরিবেশিত হয় কবি শামীম আজাদ’র ওম কাব্য গ্রন্থের কবিতা ’সম্ভাবনা’ নিয়ে বিশেষ আলেখ্য।

এতে কবিতা আবৃত্তি করেন খাদিজা রাহমান ও গান পরিবেশন করেন আরফুমান চৌধুরী। তারপর অনুষ্ঠানে ভিন্ন আমেজে পরিবেশিত হয় জিয়াউর রহমান সাকলেনের পরিচালনায় নাটক ’বউ’ । অনুষ্ঠানের মাঝামাঝি পরিবেশিত হয় কেন্দ্রের কলা-কৌশলীদের উপস্থাপনায় রবীন্দ্রাথ ঠাকুরের শেষের কবিতার অংশ বিশেষ নিয়ে বিশেষ আয়োজন। প্রতি বছরের মত এবারও কেন্দ্র তাসাদ্দুক আহমেদ এমবিই পদক দিয়েছে সেরা সেচ্ছা সেবক কে। সবার ভোটে এবার পদক জিতেছেন কেন্দ্রের সাধারণ সম্পাদক খাদিজা রাহমান।

বেথনাল গ্রীন ও বো আসন থেকে সদ্য নির্বাচিত এমপি রুশনারা আলী এ পদক তুলে দেন বিজয়ীর হাতে। পদক পর্ব শেষে পরিবেশিত হয় শোয়ায়েব চমকের পরিচালনায় নাটক ’ভিম বধ’। নাটক শেষে পরিবেশিত হয় বাংলাদেশ থেকে আগত অতিথি শিল্পী ’নিলুফার বানু’র গান। হল ভর্তি দর্শক তাঁর কন্ঠে মুগ্ধ হয়ে শুনেছেন পুরনো দিনের গান। এ সময় দর্শকদের অনুরোধে তিনি কিছু ফোক গানও পরিবেশন করেন।

তাঁর গানের সাথে সাথে প্রতি বছরের মত এবারও কেন্দ্রের কর্মীরা নেচে নেচে অনুষ্ঠান শেষ করেন। রাত সাড়ে ন’টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন কবি শামীম আজাদ। এ সময় তিনি সকল সহযোগীতাকারী এবং শুভানুধ্যায়ী ও দর্শকদের কৃতজ্ঞতা জানান। পরিবেশিত পুরো অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ গ্রহণ করেন, মঞ্জুর, সৌরভ, ইফতি, শান্তা, স্বাগত, সাকলেন, নীলু, সঞ্জিব, আয়েশা, রুহুল, রাজিব, উজ্জল, আরফু, সাদি, চমক, মঞ্জিল, শাম্মি,সুদর্শন, মিলন, ফাহমিদা । এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন জাকির হোসেন, মাহি, শাফিনা, নিজাম, দিদার, জসিম, মানিক, আরমান প্রমূখ।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে দর্শক হিসেবে যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি কেন্দ্র কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আর যারা স্থান সংকুলান না হওয়ার কারণে অনুষ্ঠান উপভোগ করতে পারেন নি তাদের প্রতি দুঃখ প্রকাশ করেছে। বই-লিট ২০১০ সফল করতে বিভিন্ন ভাবে সহযোগিতা করার জন্য বিশ্বসাহিত্য কেন্দ্র লন্ডন, টাওয়ার হ্যামলেটস আর্টস এন্ড ইভেন্টস, টাওয়ার হ্যামলেটস কমিউনিটি হাউজিং, মেম সাহেব এবং মজা, টুডে’স প্রিন্টার্স, সুরমা, বাংলা পোস্ট, শহর সিলেট রেস্টুরেন্ট, শেখ মোহাম্মদ মফিজুর রহমান. শেখ মোহাম্মদ মনিরুজ্জামান, ইকবাল হোসেন বুলবুল, আজিজুর রহমান, চ্যানেল এস, বাংলা টিভি, এটিএন, এনটিভি, চ্যানেল আই, জনমত, লন্ডনবাংলা, পত্রিকা এবং নতুনদিন সহ সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে। কেন্দ্র বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছে, ব্রিটেনের বাংলাদেশ হাই কমিশনার অধ্যাপক সাইদুর রহমান খান, বাংলাদেশ সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী, বেথনাল গ্রীন বো এমপি রুশনারা আলী-সহ বিশিষ্ট্যজনদের যারা অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের একাত্বতা প্রকাশ করেছেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।