আমাদের কথা খুঁজে নিন

   

জেসাসের খোজে।



এক মাতাল ঝোপ ঝাড়ের মধ্য দিয়ে হোচট খেতে খেতে যাচ্ছিল। চলতে চলতে সে একজন বিশপের সামনেএসে পড়ল,বিশপটি নদীর মধ্যে লোকদের দীক্ষা দিচ্ছিল। মাতালটি পানির মধ্যে নেমে পড়ল এবং দুম করে বিশপের সাথে ধাক্কা খেলো। বিশপটি মদের গন্ধ সম্পূর্ণ অগ্রাহ্য করে ঘুরে দাড়াল । তারপর তিনি প্রশ্ন করলেন"তুমি কি জেসাসের খোজ পেতে চাও?" "হ্যা চাই"মাতালটি উত্তর দিল।

সুতরাং বিশপ তাকে আকড়িয়ে ধরলো এবং তাকে নদীতে ডুবিয়ে দিল। সে তাকে উপরে টেনে তুললোএবং প্রশ্ন করলো"ভাই ,তুমি কি জেসাসকে খুজে পেয়েছ?" মাতালটি উত্তর দিল"না,খুজে পাইনি। "বিশপ উত্তর শুনে আহত হলেন। তারপর তাকে আবার পানিতে ডুবালেন কিন্তু এবার কিছুটা বেশি সময় ধরে ডুবালেন। তিনি পানি থেকে তাকে টেনে তুললেন এবং প্রশ্ন করলেন"তুমি কি জেসাসকে খুজে পেয়েছ, ভাই?" মাতালটি পুনরায় উত্তর দিল"না,আমি জেসাসকে খুজে পাইনি।

" এতে বিশপটি খানিকটা বিচলিত হলেন। সুতরাং তিনি মাতালটি কে আবার পানিতে ডুবালেন কিন্তু এবার তিনি মাতালটিকে ৩০ সেকেন্ড পানির নিচে ধরে রাখলেন। যখন মাতালটি শ্বাস নেওয়ার জন্য হাত-পা ছুড়তে লাগলো,তখন বিশপ তাকে টেনে তুললেন। বিশপ তাকে পুনরায় প্রশ্ন করলেন,"ইশ্বরের দোহাই,তুমি কি জেসাসকে খুজে পেয়েছ?" মাতাল তার চোখ মুছে দম নিলো আবং বিশপকে বললো "আপনি কি নিশ্চিত, জেসাস এখানেই পরে গিয়েছিলেন?"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.