উন্নত দেশগুলোতে ব্লগসাইটগুলো ক্রমেই প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার পরিপুরক হয়ে উঠছে। অনেক সংবাদপত্র এবং নিউজ এজেন্সিগুলো এখন ব্লগ সাইটগুলোতে নিয়মিত ঢু মারে লেটেষ্ট কোন খবরের আশায়। আমাদের বাংলাদেশেওবাংলাদেশে ব্লগসাইটগুলো যে ক্রমেই গুরুত্বপূর্ন হয়ে উঠছে তার প্রমাণ মুসা ইব্রাহিমের এভারেষ্ট জয়ের খবর দেবার ঘটনাটি।
বাংলাদেশের সব্বোচ্চ এ সুখবরটি প্রথম ছড়ায় ব্লগ সাইটের কল্যানে। সাহোয়্যার ইন ব্লগের ব্লগার "ব কলম" গতকাল সকালে এ সংক্রান্ত একটি পোষ্ট দ্যান। এর পর আমি নিজেও একটি পোষ্ট দেই। এ ব্যাপারটি ডয়েচে ভ্যালের নিউজ সাইটেও উঠে এসেছে বিষয়টি। আর বাংলাদেশের নিউজ সার্ভিসগুলো এ খবর বিকেলের দিকে প্রচার করে।
জয়তু সামহোয়্যারইন ব্লগ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।