আমাদের কথা খুঁজে নিন

   

শেষ পর্যন্ত বিটিিসএল এর কর্মমূর্খের মুখে বেরোলো ইন্টারনেট গতি শ্লথ হবে!!



অনেক আগে থেকে খবরে বেরুচ্ছিলো সাবমেরিন ক্যাবলে কাজ করবে। আর বিটিসিএল খবরটা জেনে চুপি চুপি সমাধান করার চেষ্টা করছিলেন?? তাই কোনো প্রকার খরব কিংবা ইউজারদের আপডেট দেবার প্রয়োজন বোধ করেনি। কিন্তু সাংবাদিক মামারা ঠিকই পেটের ভিতরের কথা বের করে িদলেন। এখন বিটিসিএলের মামারা বলছেন গতি শ্লথ হবে। এটাতো উনারা জানতেন তাহলে আগে থেকেই খবরে প্রেস ব্রিফিং দিলে ক্ষতি হয়ে যেতো? নাকি খাম খেয়ালী করেছিলেন আসলে বুঝতে পারছিনা ওই ধান্ধাবাজদের মন মানসিকত্া।

আসলে তারা কি করতে চাচ্ছে। খরবটি পড়ুন বিডিিনউজ থেকে নেওয়া। ক্যাবল মেরামত চলছে, ইন্টারনেটের গতি ধীর হতে পারে Sun, May 23rd, 2010 8:33 pm BdST ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলংকার কাছে সাগরতলে ফাইবার অপটিক ক্যাবল মেরামতের কাজ রোববার দুপুরে শুরু হয়েছে। এই মেরামতকাজ চলার সময় বাংলাদেশে ইন্টারনেটের গতি কিছুটা শ্লথ হয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড (বিটিসিএল)। বিটিসিএল-এর জনসংযোগ কর্মকর্তা মীর মো. মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকালে জাহাজ অবস্থান নেওয়ার পর দুপুর থেকেই ক্যাবল মেরামতের কাজ শুরু হয়।

৩১ মের মধ্যে এটি ঠিক হয়ে যাবে। তিনি জানান, এ ব্যাপারে আগে থেকেই প্রস্তুতি থাকায় বিটিসিএল ও আরো কয়েকটি প্রতিষ্ঠানের গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারে খুব একটা সমস্যা দেখা দেয়নি। তবে দু'একটি প্রতিষ্ঠানের গ্রাহকদের কিছুটা সমস্যা হতে পারে। শ্রীলঙ্কার কাছে ভারত মহাসাগরে দক্ষিণ পূর্ব এশিয়া-মধ্যপ্রাচ্য-পশ্চিম ইউরোপ (সি-মি-উই)-৪ নামের সাবমেরিক ক্যাবল নেটওয়ার্কের একটি শাখা সংযোগের রিপিটার (একধররে সংকেত বিবর্ধক) মেরামতের কাজ চলছে। এই সাবমেরিন ক্যাবলের সঙ্গে বাংলাদেশ সংযুক্ত রয়েছে।

এই মেরামতকাজ চলার সময় বাংলাদেশ সিঙ্গাপুর প্রান্ত (পূর্ব প্রান্ত) দিয়ে আন্তজার্তিক টেলিযোগাযোগ করবে। বাড়তি চাপ থাকার কারণে মাঝে মাঝে ইন্টারনেটের গতি কিছুটা শ্লথ হয়ে যেতে পারে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।