আমাদের কথা খুঁজে নিন

   

EASEUS পাটিশন ম্যাজিক সফটওয়্যারিট চাই।

গর্বিত আমি, জন্মেছি এদেশে....(বরিশালে)

আমি নরম্যালি পাটিশন ম্যাজিকের উপর অনেকাংশে নির্ভরশীল.........। কিন্তু সে উইন্ডোজ ২০০০ বা ২০০৩ সাপোর্ট করেনা.............। এছাড়া দেখলাম ডিস্কপার্ট নামের বিল্টইন একটা কমান্ড দিয়ে পার্টিশন রিসাইজ করা যায়......কিন্তু আনাড়ি বিধায় আর এক্সপেরিমেন্ট করার জন্য ২০০৩ ওয়ালা পিসি না থাকায় সেটা ট্রাই করতে সাহস পাচ্ছিনা। পরে গুগল মামারে জিগানোর পরে দেখলাম EASEUS Partition Master 5.8.1 নামে একখান জিনিষ আছে........যাদিয়া যেকোন উইন্ডোজে কাজ চালানো যায়........। এটার হোম এডিশনটা ফ্রি.....কিন্তু প্রো যেটা সেটা ফ্রি না........কিন্তু সেটার সঙ্গে অনেক ইউটিলিটি টুল যোগ করা আছে........।

হোম এডিশন দিয়েও ট্রাই করতে ভরসা পাচ্ছিনা.......কারন ট্রাইটা করবো......আমাদের গ্রুপের একাউন্সের মেইন সার্ভারের সি ড্রাইভে। সো যদি আমি চাইলে একাউন্সের সব ক্লায়েন্টকে ১ ঘন্টা বন্ধ রাখতে পারবো.......কিন্তু সেটা যদি কোন কারনে পুরো ১ দিনের জন্য বন্ধ হয়ে যায়........তাহলে সবর্নাশ। এর আগে মোটামুটি জোর করে আমাদের ইআরপি সার্ভারের পার্টিশন রিসাইজ করতে গিয়ে......মহা ঝামেলায় পড়েছিলাম..........পরে সব কিছু নতুন করে সেটাপ দিতে হয়েছিল..........। তাই এই সফটওয়ার ব্যাবহার কারী.......টেকি ভাইয়েরা আওয়াজ দেন.......। তবে এর বিকল্প কিছু থাকলেও উপদেশ দেন।

(জিপার্ট নামেও একখান আছে শুনছিলাম......কিন্তু ইউজ করা হয় নাই। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।