ধন্যবাদ সবাইকে।
রাজনীতিকদের জ্ঞান-বুদ্ধি শিরোনামে লিখেছিলাম আইন প্রতিমন্ত্রীর কথা শুনলে ভিমড়ী খাবার যোগাড় হয়। হ্যাঁ- তিনি আবার তাঁর স্ব-মূর্তিতে ফিরেছেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পাকিস্তানী চর বলেছেন। প্রত্যেক দলেই (বিশেষত ক্ষমতায় থাকাকালে) দুএকজন "কথাবলা" নেতা থাকেন-যারা সব সময়ই উদ্ভট কথা বলে নানা বির্তকের সৃষ্টি করেন। আওয়ামী-লীগের আগের বার ছিলেন স্বরাষ্টমন্ত্রী নাসিম, বিএনপির আরেক স্বরাষ্টমন্ত্রী ছাড়াও ব্যানা হুদাসহ অনেকেই মাঝে মাঝে এমন সব কথা বলেন-যার কোন কুলকিনারা পাওয়া যায়না। দেশের রাজনীতিতে যেখানে নানা সংকট লেগেই আছে-সেখানে জিয়াউর রহমানকে চর বলে কেন নতুন সংকট তৈরী করা হল? যদি সে পাকিস্তানী চরই ছিল তবে তাকে কিভাবে বীর উত্তম খেতাব দিলেন বঙ্গবন্ধু সরকার? দয়াকরে এসব উদ্ভট তত্ত্ব হাজির করে লোক হাসাবেন না। দায়িত্ব নিয়েছেন যথাযথ ভাবে তা পালন করুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।