জীবন ,সে তো পদ্ম পাতায় শিশির বিন্দু"
অগনিত সুখী মানুষের ভীড়ে
হয়ত বা সচ্ছলে কাটে প্রবাস
অন্তরে আত্মীয় পরিজন বিহীন
হাহাকার আর দীনতার বসবাস
ধুকে ধুকে মারে অবিরাম অনুক্ষণ
চালিত রেখে এক জীবন্ত লাশ !!
জীবনের আয়োজন, জীবিকার প্রয়োজন
সাচ্ছ্ন্দ্য এনে দিয়েছে যত
তারচে' অনেক বেশী নিয়েছে কেড়ে
উপড়ে শিকড় করে নির্বাসিত
দিগন্ত জোড়া মাঠ
শান বাঁধানো ঘাট
ঝিঁ ঝিঁ পোকা ডাকার রাত যে কত ।
এখানে শুনিনা পদ্মার কলতান
মাঝি রাখালের মেঠোসুরো গান
ক্ষুধাতুর অন্তরে জ্বালা উপবাস !!
অবসর অবকাশে দুর থেকে নিমেষে
উকি দেয় এসে কত প্রিয়মুখ
কত কথামালা কত গাল-গল্পে
ভরিয়ে রাখে পাড়া-প্রতিবেশী লোক
"সব পাখী ঘরে ফেরে"
কে বা রাখে ধরে
আশ্বাস দেয় মনে তবু কিছু সুখ।
অদৃশ্য শৃঙ্খল পরায়ে শিকল
দিন মাস বছর গড়ায় কেবল
ফিরে যাবার দেয়না তো প্রয়াস !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।