আমরা মাঠে যাই, ফলাই সোনার ফসল
আমরা হাটে যাই, পাই দিনমজুরের দল।
মেয়ে ইসকুলে যায় প্রতিদিন হেসে খেলে,
ওর পিছু নিয়ে চলে না কো কোন ছেলে।
ভাইটি আমার পড়ার শেষে চাকরী পেলো
দুর্বল বাবা চিকিৎসায় হাসপাতালে গেলো।
ডাক্তার, নার্স সযতনে অনেক সেবা দিলো
কে জানতো ভাগ্যে মোদের এত সুখ ছিলো!
বড়মেয়েটির বিয়েতে নেই যৌতুকের দাবী
শ্বাশুড়ী হাতে দেয় তাকে সংসারের চাবি।
ভাই পেল এক নতুন ভিসা, মা পেল শাড়ী
নতুন ভিটায় উঠলো মোদের স্বপ্নের বাড়ী।
আরেক ভাই পড়া শেষে ফিরে বন্ধুদের সাথে
জোট বেঁধে বাবার মাঠে কৃষি কাজে মাতে।
ঘুষ দিতে হয় না কোথাও, নাই হেথা ছিনতাই
গ্যাস-বিদ্যুৎ মিলে, কোনো দুশ্চিন্তা ছাড়াই।
বয়স্ক শিক্ষা, প্রশিক্ষন, টিভিতে সংসদ দেখা
ঋণখেলাপী নেই, সমবায়ী সব, নয় কেউ একা।
পুকুরে মাছচাষ আর গড়লো নানান খামার
নবান্ন উৎসব হবে সবার সেরাটি আমার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।