আমাদের কথা খুঁজে নিন

   

এটিম বুথ-যন্ত্রনার আরেক নাম

.........................................

আজ কিছু টাকা জরুরী দরকার ছিল ছোট বোনের । অফিস থেকে বের হয়ে হাটতে হাটতে ১৪৩, গ্রীন রোডের ডাচবাংলা ব্যাংকের এটিম বুথের কাছে এলাম । টাকা তোলার জন্য কার্ড প্রবেশ করালাম । কিন্তু নেটওয়ার্ক এর সমস্যার কারনে তুলতে পারলাম না । দীর্ঘ ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে সফল হলাম না ।

তারপর ওদের হেল্প লাইনে ফোন করলাম । ফোন নম্বরগুলো হল-০১১৯৬০০১১০০-৭ । সেখানেও বাটপারি । একবারও রিসিভ করল না ... উল্টো ফোন কেটে দিয়ে অফ করে রাখল । তাহলে ফোন নম্বরগুলো কেন দিয়ে রাখল ? কোন সমস্যা থাকলে বলে দিলে-ই হত ।

এত তো কষ্ট করা লাগত না । সবচেয়ে বেশি খারাপ লাগলো একটা লোকের জন্য । বেচারা সাভার থেকে এসেছে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে । সাথে কোন টাকা নিয়ে আসেনি এটিম কার্ডের ভরসায় । পরে লোকটা আফসোস করে বলল, এই উন্নত প্রযুক্তির দরকার কি...?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।