আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে পদত্যাগ করলেন মহিউদ্দিন, আসুন, আমরাও পদত্যাগ করি!

ইমানের পরীক্ষা হয় সংকট কালে। ইমানের পরীক্ষা দিতে প্রস্তুত থাকুন।

অবশেষে গতকাল সকালে পদত্যাগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের তিনবারের নির্বাচিত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। ১৯৯৪ সাল থেকে টানা ১৬ বছর পাঁচ মাস দায়িত্ব পালনের পর গতকাল সকাল ১০টায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে পদত্যাগ করেন তিনি। আর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণ করেন প্যানেল মেয়র-১ জহিরুল আলম দোভাষ।

পদত্যাগের সময় মহিউদ্দিন চৌধুরী বলেন, দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। ভুল-ত্র“টি হতেই পারে। চট্টগ্রামকে অসা¤প্রদায়িক বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে চেয়েছি। চট্টগ্রামের মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম। চট্টগ্রামবাসী আমাকে অন্তর দিয়ে ভালবেসেছে এটাই সবচেয়ে বড় পাওনা।

মেয়র হিসেব দায়িত্ব পালনকালে কোনো ব্যর্থতা ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, মানুষকে জিজ্ঞেস করবেন আমি কি করেছি। নিজের ব্যর্থতার কথা কেউ স্বীকার করে না। তবে মেয়র হিসেবে আমি শতভাগ সফল। শুধু যেসব কাজ সরকারের সহযোগিতায় করতে হয় তার ৫০ ভাগ করতে পেরেছি। অসমাপ্ত কাজের বিষয়ে তিনি বলেন, গভীর সমুদ্র বন্দর, কর্ণফুলী নদীতে টানেল ও ড্রেজিং এবং এশিয়ান হাইওয়ে বাস্তবায়ন করতে চেয়েছি; তা এখনো পূর্ণ হয়নি।

পদত্যাগের পর মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের আবদুস সাত্তার মিলনায়তনে কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে বিদায় নেন। বেলা সাড়ে দশটায় তিনি একটি ভাড়া করা মাইক্রোবাসে সিটি করপোরেশন ভবন ত্যাগ করেন। পদত্যাগের আগে নগরীর ষোল শহরস্থ চশমা মসজিদে নিজের বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি। পদত্যাগের পর বেলা ১১টা ১০ মিনিটে তিনি নগরীর রহমতগঞ্জস্থ জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তিনি বলেন, আশাকরি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

পরে নগরীর নন্দনকানস্থ নাগরিক কমিটির কার্যালয়ে যান মহিউদ্দিন চৌধুরী। সেখানে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনি কৌশল এবং আচরণবিধি নিয়ে মতবিনিময় করেন। নেতাকর্মীদের কঠোরভাবে আচরণবিধি মেনে চলতে পরামর্শ দেন তিনি। পাদটীকা: পদত্যাগের কোন রেওয়াজ বাংলাদেশের মাটিতে নেই। হয়তো আইনী বাধ্যবাধকতার কারণেই তিনি পদত্যাগ করেছেন।

কিন্তু তারপরও তার এ পদত্যাগ একটা ইতিহাস। হয়তো তিনি নির্বাচনে জিতবেন, কিংবা জিতবেন না। কিন্তু ইতিহাস বলবে এক জন মহিউদ্দিন চৌধুরী ছিলেন যিনি দেশের প্রথম রাজনীতিক যিনি পদ ত্যাগ করার সাহস অর্জন করেছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।