আমাদের কথা খুঁজে নিন

   

তোরা জানোয়ার থেকে মানুষ হবি কবে???

<<মধ্যরাতের হাইওয়ে>>

এসি কামরা ছাড়া , তার চলবেই না। বাব্বাহ !! এই না হলে জনগণের বন্ধু !! উত্তরাঞ্চলের একটা কথা আছে, সম্ভবত গাইবান্ধার। কথাটি হল- "বাড়িত পায় না চাড়িত পানি, এটে আসিয়া মগ খুঁজে" । এই সালারে( দু:খিত নিজেকে কন্ট্রোল করতে পারলাম না) ধইরা যদি গদাম দিতে পারতাম। আরে ব্যাটা বাংলাদেশের লাখ লাখ মানুষ ঘন্টার পর ঘন্টা বিদ্যুতের অভাবে গরমের জালায় প্রাণ ওষ্ঠাগত, আর তুই কয়েক ঘন্টার জন্য এসি খুঁজিস, না পাইয়া আবার মারধরও করিস।

কি সাহস না তোর। সালা ছাগলের বাচ্চা। তুই কোন ফ্যামিলির প্রতিনিধিত্ব করিস জানার খুব সখ। কোটি কোটি মানুষ যারা এসি ছাড়াই বেড়ে উঠেছে এবং বাকি জীবনও হয়তো সেভাবেই চলে যাবে তাদের? নাকি গুটিকয়েক মানুষ যারা ছোট বেলা থেকেই বেড়ে উঠছে এসির বাতাসে তাদের?? আরে তুই না বাংলাদেশের মানুষের সেবক? তুই না শপথ করেছিস, জনগণের কল্যাণে? তোর এই অবস্থা কেন? কিসের এত দেমাগ তোর? সালা জমিদারের বাচ্চা । তোর মুখে আমি..........।

শুন এখনো সময় আছে জনগণের কথা চিন্তা কর। জনগণের সাথে সখ্য গড়ে তুল। জনগণের সুখ-দু:খ বুঝার চেষ্টা কর। জনগণের জন্য কাজ কর। ভন্ডামি বাদ দে।

আর নয় সেই দিন আর খুব বেশি দূরে নয় , যেদিন তুই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবি। আবার তোরা মানুষ হ । ( আমি আবারও পাঠকগণের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যথেষ্ট পরিমিতিবোধের পরিচয় দিতে না পারার জন্য। কিন্তু আরতো সহ্য হয় না। কি করব বলুন)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।