আমাদের কথা খুঁজে নিন

   

এ্যাবসলিউট সুখ কেউ পাবি না-The distance 2

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

অন্যপ্রান্ত : কি খবর? কেমন আছেন? আমি : মনে আছে আমাকে? আমি সৌভাগ্যবান, আপাতত এটুকুই। অন্যপ্রান্ত :: হুমমমম....ওয়েব ক্যামে অনেক দিন পর দেখলাম, আপনি তো দেখি শুকিয়ে গেছেন। আমি :: ব্যায়াম করা হয়ে ওঠে না, আর খাওয়া দাওয়াও ঠিক নেই। তবে আপনার চোখের নীচে কালি পড়েছে এটা বেশ দেখতে পাচ্ছি।

অন্যপ্রান্ত :: কি বলবো, রাতে ঘুম আসে না। : ভাইজান কৈ, অফিসে? অন্যপ্রান্ত :: এছাড়া আর কোথায় থাকবে বলুন? : আপনি কি চাকরিটা ছেড়েই দিলেন? অন্যপ্রান্ত :: আপনার কথা বলুন। আমি :: আমার কোনো কথা নেই, আমি এখানে লা জওয়াব আছি। সারা দিন পড়ালেখা আর বাচা মরার লড়াই। বাংলাদেশের এক ঘেয়ে কামলাদের লাইফ এখানে এসে লিড করছি।

ভালো কথা, দেশ ছাড়বার আগে মনে পড়ে নতুন একজন পৃথিবীতে আসার কথা। তখন যদি ৩ মাস হয়, তাহলে তো এতদিন.... অন্যপ্রান্ত :: না, সে আসে নি? আমি :: সরি। আমি ভেবেছিলাম একটা মামা ডাক শুনবো। আল্লাহ তাকে বেহেশত নসীব করুক। অন্যপ্রান্ত :: দোষটা আমাদেরই।

হঠাৎ করে ওর মনে হলো আসলে সময়টা উপযুক্ত না। ও আরো সময় চাইছিলো। আমি :: মানে? এটা কি আপনারাই করেছেন? অন্যপ্রান্ত :: অনেক চেস্টা করেছি ভাইয়া, তোমার কথা রাখতে পারিনি। আমি :: শিট ম্যান। আমাকে একবার জানালেও পারতে।

অন্যপ্রান্ত :: কেন, তুমি কি করতে? আমি :: জানি না, তবে যদি দেশে থাকতাম তাহলে সব দায় দায়িত্ব আমি নিতাম। ওকে এ পৃথিবীর এত সুন্দর আয়োজন থেকে বন্ঞ্চিত করতাম না। অন্যপ্রান্ত :: আর তোমার পরিবার? আমি :: আমি শুধু তোমার সন্তানের কথাই বলছি। অন্যপ্রান্ত :: আর তুমি কি ভাবে ভাবলে ও আমাকে ছাড়া এই পৃথিবী তোমার চোখে দেখবে? আমি :: তোমার হাসব্যান্ড কখন আসবে? অন্যপ্রান্ত :: আমি জানি না, তোমাকে বলতে ভুলে গেছি, আমাদের ডিভোর্স হয়ে গেছে গত মাসে। আমি :: বলতো আজকে কি বার? আজকের দিনটা কি সব বাজে খবর জানার জন্য বরাদ্দ রাখা হয়েছে? অন্যপ্রান্ত :: তুমি দেশে আসবে কবে? আমি :: আসলে কি হবে? কিছুই হবে না।

দেশটা অভিশপ্ত হয়ে গেছে অথবা আমি অভিশপ্ত্ হয়ে গেছি। কেনো যেনো মনে হয় এ সমাজটা আমার পরিচিত না, এ সমাজের জন্য আমি যোগ্য হইনি। অন্যপ্রান্ত :: তুমি বরাবরই এসকেপিস্ট, তবে ভালো অভিনেতা নও। আমি :: আমরা সবাই কম বেশী অভিনেতা, কেউ খোলসে ভালো মানায়, কেউ কোনোটাতেই ভালো মানায় না। মনে পড়ে তোমার যদি ছেলে হতো তাহলে তুমি আমার নাম রাখতে চেয়েছিলে, আর যদি মেয়ে হতো তাহলে তোমার মায়ের নাম রাখতে চেয়েছিলে, মনে পড়ে? অন্যপ্রান্ত :: ওসব কথা বাদ দাও।

আমি আজ উঠি, একটু পার্লারে যাবো। আমি :: ভালোই, সুন্দর হয়ে থাকো। অন্যপ্রান্ত :: তা না থেকে উপায় কি? এখন আমি বাজারের উন্মুক্ত প্রোডাক্ট, যার পছন্দ হবে সে উপযুক্ত দাম দিয়ে কিনে নেবে। আমি :: এখানেই ভুল করো তোমরা, মাঝে মাঝে তোমরা বিয়ে নামের বন্ধন কে স্বর্গে তোলো আর যখন বন্ধনটা ভেঙ্গে যায় বলো বাজারের জিনিস। তোমরাই ঠিক, ভুল করে শুধু সেই শিশুরা যারা এ পৃথিবীর আলো দেখার সুযোগও পায় না।

অন্যপ্রান্ত :: বলো, বেশ ভালোই বলো তুমি। এ সমাজে কিছু বলিয়ে লোক আছে যারা শুধু সময় মতো বলে, কিন্তু কাজের কাজ কিছু করে না। আমি :: আমিও উঠবো আজকে। আশা করি আমাদের এটাই শেষ চ্যাটিং। তোমার আইডিটা আমি মুছে দিচ্ছি।

ভালো থাকো সবসময়। অন্যপ্রান্ত :: তুমিও ভালো থাকো আর যদি কখনো ঘর বাধো আমাকে একটা ছবি পাঠাতে ভুলো না। আমি :: ভেবে দেখবো। আল্লাহ হাফেজ! সাইন আউট হবার পর ভাবলাম, একটি জন্মের আগেই যদি মৃত্যু ঘটে তাহলে তাকে কি হত্যা বলা যায়? ঐ জীবনের বিকাশ তো তখনও ঘটে নি। পরোক্ষনে মনে পড়ে তাতে জীবনতো অবশ্যই ছিলো, তাহলে তো এটাই হত্যা।

সমাজ বদলাচ্ছে, সব সময়ই বদলায়। কিন্তু বদলে গিয়ে কেমন রূপ নিচ্ছে সেটা মাঝে মাঝে বুঝতে পারি না। প্রতিটা সমস্যার সমাধান আছে, কিন্তু আমরা এখন সমাধান চাই না, আমরা চাই যেকোনো মূল্যে নিজের মনের ইচ্ছা পূরন করতে আর খুব সহজে সুখী হতে। ওস্তাদ গুজরান খা একবার বলেছিলো," ওরেরে পাগলা, এতো সুখ খুজিস ক্যান, সুখ তো একখান পাখি যারে গুল্টি মাইরাও ধরবার পারবি না। চোখের সামনে কুমার নদী, সুখ কইমা গেলে ঝাপ দে।

" ওস্তাদ আমার হারাই গেছে, আমি পথ ভ্রস্টের মতো তাকে খুজি, পথে প্রান্তরে আনাচে কানাচে। একসময় মনে হলো বহু সময় চলে গেছে, ওস্তাদও চলে গেছে, শুধু তার কথা রেখে গেছে আমার বুকে। ওস্তাদ কি কখনো জানতো, যদি কোনো দিন টাইম ট্রাভেল করি, তাহলে তাকে আমি হাইজ্যাক রে রেখে দিতাম যাতে সে কোনো দিন হারায়? মাঝে মাঝে মনে হয় সুখ নামের জিনিসটাকে পাবার জন্য আমরা আমাদের সবকিছু বিসর্জন দিচ্ছি কিন্তু এটাও জানি আমরা এ জীবনে এ্যাবসলিউট সুখি কখনো হবো না! The distance part 1 The distance 2 Actually i want to measure the distance Between you and me It is not in spatial, But in mental. There is a problem Of defining the scales : Meter, millimeter or kilo meter. I asked for a help May be the grasses of a park They are so closed to live together. I was looking for the flocks in the sky They fly together from south to north To enjoy the summer forever. Or i am watching to the lines of ants They are looking for sweets Sweets for life or the storage for winter. You know when i left my house I was counting my steps I tried to measure the distance In the scale of my foot size. Still when i close my eyes I am just watching my house And my parents And my siblings. I am just an inch away to touch their faces. I simply raise my hand And open my eyes, It’s all empty all around And my eyes suddenly sweep away. Still i want to measure the distance Would you help?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.