আমাদের কথা খুঁজে নিন

   

হরতাল-ই সব কিছুর সমাধান ?

মিথ্যা সবার কাছেই ঘৃনার হোক

আজ পল্টেনর ময়দানে বিএনপি প্রধান বর্তমান বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া আগামী ২৭ জুন হরতালের ডাক দিয়েছেন। তিনি এ হরতালের পেছনে সরকারের অনেক ব্যর্থতার কথা উল্লেখ করেন। উল্লেখ করেন বিরোধী দলের উপর সরকারী দলের অত্যাচার ও নির্যাতনের কথাও উল্লেখ করেন। সবই সত্য, তবে এটাও সত্য হরতালের মাধ্যমে এসবের কিছুই দুর হবে না। কারণ, আমাদের সরকার কিছুতেই নিজের ব্যর্থতা স্বীকার করতে চায় না।

যদি তাদের জনসমর্থন কমে যায়। ভিন্ন জনের মতে, সরকার এসবকে বিরোধীতা দমন করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার প্রচেষ্ঠা মনে করে। আবার বিরোধী দলও সরকারকে কখনোই কোন সুযোগ দিতে চায় না বা কোন কাজের জন্যই ভুলেও সমর্থন দেয় না। যদি জনগনের কাছে সরকারের গ্রহণযোগ্যতা বেড়ে যায়। তবে বিরোধী দলের এ হরতালের ঘোষনায় সরকারকে অনেক সময় দেয়া হয়েছে।

একমাসেরও বেশী সময়। সরকার অবশ্যই এ হরতালকে ব্যর্থ করতে চাইবে। তবে সেটা যেন বল প্রয়োগের মাধ্যমে না হয়। সরকারের কর্মকান্ড এমনভাবে সংশোধন করে নেবে, যেন হরতালের জন্য কোন ইস্যুই বর্তমান না থাকে। আর এটাই হবে দেশ ও জাতীর জন্য এমনকি সরকারের জন্যও ভালো।

আমাদের সরকার কি দেশের জন্য কাজ করে না কি নিজের জন্য ? দেশের স্বার্থ চিন্তা করে আমাদের সরকার এ হরতালকে বল প্রয়োগে নয়, কাজের সংশোধনের মাধ্যমে ব্যর্থ করবে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.