আমাদের কথা খুঁজে নিন

   

আংগো 'তামিম' সুস্থ হয়ে মাঠে নেমেছে, আসুন তাদের খেলা দেখি। আজকের প্রসংগ শধুই তামিম।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

আসুন আজকে 'তামিম ইকবাল' কে নিয়ে আমাদের মতামত লিখি। -------------------------------------------------------------- আমার মতামত। একটা সময় ছিল সাঈদ আনোয়ার আফ্রিদি জুটির খেলা দেখে খুব মজা পেতাম। তারপর আশায় থাকতাম শচিন সেবাগের অপেনিং দেখতে। গিলক্রিষ্ট, হেডেন এর খেলা দেখার ইচ্ছা রাখে সব ক্রিকেট প্রেমিই। কিন্তু গত দুই বছর যাবৎ যার খেলা দেখার জন্য আমি সবচেয়ে বেশি অপেক্ষায় থাকি তার নাম 'তামিম ইকবাল'। ------------------------------- তামিম ইকবালের সংখিপ্ত কেরিয়ার: ইন্টারনেশনাল: ------------------ ওডিআই: ম্যাচ (৭৬) রান(২২২৮) সর্বোচ্চ স্কোর (১৫৪) গড় রান (২৯.৩১) সেনচুরি (৩) ফিফিটি (১৩) স্ট্রাইক রেট (৭৬.৯৪) টেষ্ট ম্যাচ। ম্যাচ (১৭) রান(১১৭৭) সর্বোচ্চ স্কোর (১৫১) গড় রান (৩৬.৭৮) সেনচুরি (২) ফিফিটি (৭) স্ট্রাইক রেট (৫৬.৭৫) Click This Link -------------------------------------------------------- আজকের খেলা: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।