আমাদের কথা খুঁজে নিন

   

RAVAAN মান কোন রাবন।

কতো কী করার আছে বাকি..................

RAAVAN মানে কোন রাবন। সম্প্রতি বলিউড কাপাইতেছে এই ছবিটা। আমি কোন চ্যানেলে যেন ট্রেলার দেইখা আগ্রহী হইলাম। এ আবার কোন রাবন। খুঁজতে খুঁজতে কিছু ইনফরমেশান পাইলাম।

তামিল এবং হিন্দি এই দুই ভাষায় ছবিটা তৈরি হইছে। ছবির কাহিনী নাকি রামায়ন থেকে উদ্ভূত। Click This Link তামিল ভাষায় রামায়নের কাহিনী আমার জানা নাই। ফলে বুঝতেছি না এ কোন রাবন। ট্রেলার দেইখা মনে হইছিল সাত খন্ড রামায়ন পড়ে সীতা করা বাপ টাইপ কোন কিছু একটা তৈরি হইছে নাকি।

কিন্তু বলিউড বইলা কথা। তেলেগু একটা ছবি আছে ভিল্লান VILLAN. Click This Link ওই সিনেমা থেকে এই সিনেমা বানাইছে। জানি না এ কোন রাবন। কিন্তু হলিউডি ফ্লেভারে বলিউডি সিনেমার সংখ্যা আরেকটা বাড়ছে। রাম-রাবন-সীতা-বেহুলা কেউ ইন্ডিয়াতে বাদ পড়তেছে না।

এই রাবন ছবির ট্রেলারে দেখলাম টাইটেল লাইন লিখছে- দশ মাথা, দশ মন, শতাধিক কন্ঠ-একটাই মানুষ। তার মানে তো মনে হয় রামায়নের রাবন। কে জানে। ভারতীয়রা নিজেদের মতো কইরা কতো কিছু বানায়। কিন্তু হলিউড ফ্লেভারটা গেলো না।

আর ঐশ্বরিয়া যদি সীতা হয় তাইলেও আপত্তি আছে। সীতা হিসাবে সে ঠিক পারফেক্ট না। আগের আমলের রেখা বা মাধুরী হইলে বোধহয় মানাইতো। কিন্ত্র ভারতের সিনেমাতো মনে হয় ব্যবসা আর দলবাজির বাইরে তৈরি হয় না। যে সমস্ত হলিউডি কাস্ট তিনি নিছেন, ট্রেলাইর দেইখা সেখানেও তারে মানানসই লাগে নাই।

আমাদের এই দিকে নায়ক নায়িকা অনেক বড়ো একটা ফ্যাক্ট। পানিতে ঝাঁপাক আর পাহাড়ে উঠুক ক্যামেরা নায়ক নায়িকারে বেশি দেখায়, দর্শকও তা-ই। এই সব আলোচনা পরে করা যাবে। কিন্তু পোশাক-পুলিশ-পিস্তল দেইখা আমি খুব ধান্দায় পড়লাম। এ কোন রাবন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.