আমাদের কথা খুঁজে নিন

   

ফেনীতে ডাক বিভাগীয় রেজিষ্টার্ড জার্নাল ব্যবহার হয় কুরিয়ার ব্যবসায়

mamun.press@gmail.com

আবদুল্লাহ আল-মামুন, ফেনী ফেনীতে ডাক বিভাগের রেজিষ্টার্ড জার্নাল দিয়ে কুরিয়ার সার্ভিসের চিঠিপত্র আদান প্রদান এর চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। ডাক বিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারীরা উৎকোচের বিনিমযে কুরিয়ার সার্ভিসকে এ সুবিধা দিয়ে আসছেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে ডকুমেন্ট দ্বারা চিঠিপত্র, পার্শ্বেল পাঠানোর জন্য রেজিষ্টার্ড জার্নাল ব্যবহত হয়। যা ডাক বিভাগের প্রধান অফিস ও শাখা সমূহে ব্যবহত হয়। তবে আবেদনের মাধ্যমে আদালত ও ব্যাংক সমূহ এ সুবিধা পেয়ে থাকেন।

কিন্তু এ রেজিষ্টার্ড জানাল কোন ব্যক্তি কিংবা কুরিয়ার সার্ভিস ব্যবসায়ীকে প্রদান করার কোন নিয়ম নাই। নিয়ম না থাকলেও ফেনী প্রধান ডাকঘর হইতে অবৈধপথে উৎকোচের বিনিময়ে এ রেজিষ্টার্ড জার্নাল সরবরাহ করা হয়েছে কুরিয়ার সার্ভিস ব্যবসায়ীকে। দীর্ঘদিন এ জার্নাল দ্বারা ব্যবসা চললেও মার্চ মাসে উক্ত জার্নাল ব্যবহার করতে কুরিয়ার কর্মচারী ফেনী প্রধান ডাকঘরে গেলে দায়িত্বরত সহ: পরিদর্শক ছিদ্দিকুর রহমান তা বাজেয়াপ্ত করেন। ফলশ্র“তিতে কুরিয়ার ব্যবসায়ীর দ্বারা হয়রানীর শিকার হতে হচ্ছে তাকে। সূত্র জানায়, রেজিষ্টার্ড জার্নাল আটকের খবর পেয়ে কুরিয়ার ব্যবসায়ী ফেনী প্রধান ডাকঘরে গিয়ে নিজেকে জনৈক এপিএমের বন্ধু পরিচয় দিয়ে রেজিষ্টার্ড জার্নালটি উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে সহকারী পরিদর্শক ছিদ্দিকুর রহমানকে দেখে নেবে বলে হুমকি দেয়।

এ ব্যাপারে সহকারী পরিদর্শক ছিদ্দিকুর রহমানকে মোবাইল ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বিভিন্নভাবে হয়রানীর শিকার হচ্ছেন বলে জানিয়েছেন। ফেনী প্রধান ডাকঘরের পোষ্ট মাষ্টার গিয়াস উদ্দিন রেজিষ্টার্ড জার্নাল আটকের ঘটনা স্বীকার করেন। তিনি বলেন, সহ:পরিদর্শক ছিদ্দিকুর রহমান,আবদুল মালেক সহকারী পোষ্ট মাষ্টার সহ তিনিও হয়রানীর শিকার হচ্ছেন। তবে অবৈধভাবে রেজিষ্টার্ড জার্নাল সরবরাহকারীর বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপকে লিখিতভাবে জানানো হয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।