থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।
নতুন আইন করে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক ফোন কল আদান-প্রদান উন্মুক্ত করা হবে। আশা করা যায়, আগামী জুন মাসের মধ্যে নতুন আইন করে ভিওআইপি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফোন কল আদান-প্রদান উন্মুক্ত করা হবে। পাশপাশি সিম ট্যাক্সসহ অন্যান্য কর কমানোর পরিকল্পনা রয়েছে সরকারের।
টেলিযোগাযোগ খাতকে আরও শক্তিশালী করতে আগামী ২-৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উতক্ষেপণের উদ্যোগ নিচ্ছে সরকার। আমাদের যে অরবিট ছিল তা ব্যবহার না করার কারণে অন্যরা নিয়ে নিয়েছে। বর্তমানে একটি স্যাটেলাইট উতক্ষেপণের খরচ ৩০০ থেকে ৪০০ বিলিয়ন ডলার। নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থা থাকলে ব্রডকাস্টিং খরচ চারগুণ কমবে।
এছাড়া মিয়ানমারের সঙ্গে এসএমই থ্রি সাবমেরিন সংযোগ এবং চেন্নাই থেকে টেরিস্ট্রিয়াল লিংক নেয়ার চেষ্টা চলছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।