আমাদের কথা খুঁজে নিন

   

নারীরে শ্রদ্ধা করিতে শেখ (প্যারডি)



প্যারডিটি পড়ার আগে দেখুন এইখানে নারীরে শুধু বিষদৃশে দ্যাখ পুরুষরে রাখ সর্বদা ঢেকে নিজের দোষ দেখেনা মানব কভু, শিখে যে শুধু ঠেকে। রমণীরা যখন উঠিবে জ্বলিয়া সেদিন নয় অত দূরে যে কবি আজি ব্যাকুল নিন্দায়, ঠেকিবে তো মাথা খুঁড়ে। নজরুল যাহার বিজয়গাঁথা গাহিয়া দিয়াছেন সুরে আজি এ স্পর্ধা কাহার হইল ভাবিতে হইল মোরে। নারীরে শ্রদ্ধা করিতে শেখ তবে তো পাইবে সান্ত্বনা, উল্লাস ভরে দোষকীর্তনে সুখ নাই, আছে শুধু লাঞ্ছনা। কত রমণী দেখিয়াছ তুমি, দিয়েছ কি বিদ্রূপবান যে জননী লভিয়াছ তুমি, কৈ তাহার স্নেহসন্ধান। বোনের ভ্রাতা ভুলিয়াছ তুমি, কন্যাকি লভেনাই কেহ, ভাবিত করিয়া চলিছ তুমি, দেখিয়াছ শুধু দেহ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।