এক লোক তার ২০০ মাইল দূরে থাকা মায়ের কাছে ফুল পাঠানোর জন্য একটা দোকানের সামনে থামলো। তার গাড়ি থেকে নামতেই সে খেয়াল করলো একটি ছোট মেয়ে ফুপিয়ে কাদছে। লোকটা কাছে গিয়ে জিজ্ঞেস করতেই মেয়েটা উত্তর দিল, আমি আমার মায়ের জন্য একটা গোলাপ কিনতে চাই কিন্তু আমার কাছে যথেষ্ট টাকা নাই।
লোকটা বলল, আসো, আমি কিনে দিচ্ছি। লোকটা মেয়েটাকে ফুল কিনে দিলো এবং নিজের মায়ের জন্য ফুল পাঠানোর ব্যবস্থা করলো।
দোকান থেকে বের হয়ে লোকটা মেয়েটাকে তার মায়ের কাছে পৌছে দিতে গাড়িতে উঠালো। মেয়েটা লোকটাকে একটা Cemetery তে নিয়ে গেল এবং গাড়ি থেকে নেমে একটা নতুন কবরে গোলাপটা রাখলো।
এটা দেখে লোকটা সাথে সাথে ফুল দোকানে গেলো, ফুল পাঠানো বাতিল করে একটা Bouquet নিয়ে নিজেই ২০০ মাইল পথ চালিয়ে মায়ের কাছে গেলো।
*মা প্রতিদিন সন্তান এর কথা গড়ে প্রতি ৪ মিনিট পর পর মনে করে।
*আমাদের শরীরের হাড় ভাঙ্গার চেয়েও বেশি কষ্ট পায় মা আমাদের জন্মের সময়।
So, love your mother…
#Cemetery[সেমেট্রি]n: কবরস্থান । ।
#Bouquet[বুকেই]n: ফুলের তোড়া ।
Subscribe on Facebook...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।