আমাদের কথা খুঁজে নিন

   

ডেপুটিগণের দিনকাল!!!

নিজের বিষয়ে কিছুই বলিবার নাই

আসসালামু আলাইকুম, i shot the sheriff but but didn't shoot no deputy এইটি জ্যমাইকান গায়ক বব মার্লির একখানা বিখ্যাত গীত। ব্রিটিশ গায়ক, যিনি ''কোকেইন'' গাহিয়া খ্যাতি-কুখ্যাতি কুড়াইয়াছিলেন, সেই এরিক ক্লিপটনও এই গীতখানা গাহিয়া সুনাম পাইয়াছিলেন। তবে দিন পাল্টাইতেছে। এখন দুনিয়া জুড়িয়া ডেপুটিদের জয়জয়কার। তাহাদের এখন পোয়াবারো বলিলেও কম বলা হইয়া যায়।

ইরাকে আগুন জ্বালাইয়া আফগানিস্তানকে দোযখ বানাইয়া ব্রিটেনে লেবারগণ বিদায় লইলো। গতকাল একজন লেবার এমপি চাক্কু খাইলেন। কিন্তু টনি ব্লেয়ার,যাহার প্রধান কাজ ছিলো ডাউনিং স্ট্রিটে বসিয়া হোয়াইট হাউসের ডেপুটিগিরি করা তিনি অক্ষত রহিলেন। গর্ডন ব্রাউন সাহাবও ডেপুটিগিরি করিয়া ধন্য হইয়াছেন কিন্তু জনগণের তাহা পছন্দ হয় নাই। তাহারা লেবারদের যাইবার রাস্তা দেখাইয়া দিয়াছেন।

দুনিয়া বদলাইতেছে। অন্যপক্ষ এখন ঝুলন্ত পার্লামেন্টে বসিয়া-বসিয়া কোয়ালিশন বানাইয়া কোলাকুলি করিতেছে। তাহারা কে কে? কনজারভেটিভ আর লিবারেল ডেমোক্রাট!!! রক্ষণশীলদের ডেপুটিগিরি করিবার জন্য উদগ্রীব উদারনৈতিকগণ। তাহাদের সেই উদ্দেশ্য সফল হইয়াছে। এতোকাল ভাবিতাম কনজারভেটিভগণের লাজলজ্জা বুঝি কম।

এখন দেখা যাইতেছে লিবারেলগণও কম নন। লিবারেলদেরও লাজ-শরম বেশ কম। ঐ দিকে আরেক ডেপুটি হামিদ কারজাই তাহার সাঙ্গপাঙ্গ নিয়া হোয়াইট হাউসে ধর্না দিতেছেন। কিন্তু আফগানিস্তানে দেশপ্রেমিক যোদ্ধাগণকে মারিবার নামে সেইখানকার নিরীহ জনগণের উপর ড্রোন-হামলা বন্ধ হইতেছে না। ইরাকের ডেপুটির অবস্থাও সুবিধার নহে।

অন্তত গত সপ্তাহে ইরাক জুড়িয়া যেরকম বোমা হামলা হইয়া গ্যালো তাহাতে বুঝিবার আর বাকী নাই যে ডেপুটিগণদের দিয়া দেশ চলিতে পারে না। থাইল্যান্ডের ডেপুটি আবার সামরিক বাহিনির ডেপুটিগিরি করিতে অভ্যস্ত। রেড-শার্ট লইয়া তিনি এখন বেশ ফ্যাসাদে পড়িয়াছে। কোনো একদিন দেখা যাইবে তিনিও লাল জামা পরিধান করিয়া দেশ হইতে পালাইয়া গিয়াছেন। তবে একটা দেশে জনগণের বিচারই যে শেষ বিচার এবং আসল বিচার তাহা দেখাইয়া দিয়াছেন ফিলিপাইনের একুইনো পরিবারের বিনীত সদস্যটি।

তাহার মানে হইতেছে সারা দুনিয়া জুড়িয়া ডেপুটিদের এখন দৌরাত্ম চলিতেছে বটে তবে তাহাদের দুর্দিনও ঘনাইয়া আসিতেছে। আইসল্যান্ডের অগ্নিগিরির ছাই-ভস্ম যেমন য়ুরোপের আকাশ ছাইয়া গিয়াছে। তেমনি অর্থনৈতিক মন্দার ঢেউ এখন গ্রিস হইতে আরম্ভ করিয়া স্পেন অবধি ছড়াইয়া পড়িতেছে। ইরাক-আফগান যুদ্ধের খরচ যোগাইতে গিয়া মার্কিন-ন্যাটো দেশগুলি এখন পেরেশান হইতেছে। তাহারা না-পারিতেছে যুদ্ধ চালাইয়া যাইতে না পারিতেছে যুদ্ধ থামাইতে।

তাহা ছাড়াও দেশে-দেশে ডেপুটিগণের বিরুদ্ধে জনতার রোশও বাড়িতেছে। হায় ডেপুটিগণ!!! তোমাদের দিন ফুরাইয়া আসিতেছে!! পরম করুণাময় আমাদিগকে সহজ সরল পথে চলিবার তাওফিক প্রদান করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.