আমি এক বাধনে জড়ানো। সে বাধন থেকে বিচ্ছিন্ন হতে চাই না। ।
যুব সমাজ ডিজিটাল বাংলাদেশ গড়ার মোক্ষম হাতিয়ার। আর তাদের চলার রাস্তা একটা ভালো চাকুরী।
হোক সেটা সরকারী বা বেসরকারী, কর্মচারী বা কর্মকর্তা।
কিন্তু যদি চাকুরী না থাকে তবে ঘোড়া দৌড় দেবে না। দেবে কি? দেশে চাকুরী দেবার নাম করে চাকুরী চলে যাচ্ছে অনেক যুবকদের। আমরা টিভি পত্রিকায় দেখেছি অনেক গুলো ফোন কোম্ম্পানী ও একটি টিভি চ্যানেল বন্ধ হয়ে গেছে। বিভিন্ন প্রাইভেট কোম্পানীতে যেসব যুবক কাজ করতো তারা কি করবে? সরকার কি তাদের বেকারত্বের কথা চিন্তা করের নাই।
নাকি চিন্তা করিয়াই বিষয়টি করেছেন। ঐসব কোম্পানীর সাথে জড়িত অনেক পরিবারের স্বপ্ন।
সেই সব যুবকদের তো কোন দোষ নেই। বিজ্ঞ সরকার, নাকি আছে? তারা তো জানতো না। আর জানলেও করার কিছু কি ছিল? সেই সব ফোন কোম্পানীতে ধরা যাক ১০০০০ লোক কর্ম করে খেত।
তাদের সাথে জড়িত তাদের পরিবার। আরোও ছড়িয়ে ছিটিয়ে থাকা দেশের আনাচে কানাচে গড়ে ওঠেছিল আরোও বিভিন্ন প্রতিষ্ঠান যেখানে সৃষ্টি হয়েছিল আরোও অনেক কর্ম।
সরকার কি পেরেছে তাদের কর্মের ব্যবস্থা করতে?
টিভি চ্যানেল এর বিভিন্ন সাংবাদিক , ফাইল রিপোর্টার থেকে শুরু করে দেশের ভিতর ছড়িয়ে থাকা মেধাবী সাংবাদিক ও কর্মকর্তা কর্মচারীদের চাকুরীতো এক নিমিষেই শেষ। তাই নয় কি ?
কোথায় পাবে এত চাকুরী? যেখানে সরকার চাকুরী দিতে ব্যার্থ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।