মানুষে মানুষে সমানাধিকারে বিশ্বাস করি
ইলিকজার ইন্টারন্যাশনাল স্কুল পার্লামেন্টের এক অধিবেশনে চলতি সেমিস্টারের জন্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তৃতীয় শ্রেণীর ছাত্র সাবাব আরেফিন আলভি এবং বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন একই শ্রেণীর ছাত্রী অংকিতা রায়।
ইআইএস-এর নিজস্ব পর্লামেন্টে স্পীকার সাজিদ ফয়সাল ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সরকারি দলের সদস্য আলভিকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী, একরামুল হক রিয়াদকে সংসদ উপনেতা এবং শেখ আশফাক বিন জাহিদ শিপনকে চীফ হুইপ নির্বাচিত করা হয়। অতঃপর সংসদ নেতার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় পূর্ণাঙ্গ মন্ত্রীপরিষদ গঠন করা হয়। মন্ত্রী পরিষদের সদস্যরা হলেন- অর্থমন্ত্রী মোঃ তাওহীদ আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী মোঃ রাফি, স্বরাষ্ট্রমন্ত্রী তনিমা ঢালী, স্বাস্থ্যমন্ত্রী মাহির ফয়সাল, শিক্ষামন্ত্রী নূর-ই ফায়জা জান্নাত, কৃষিমন্ত্রী তানিম তাবাসসুম, আইনমন্ত্রী শাহারিন খান শায়লা এবং বিদ্যুৎ ও জ্বালানীমন্ত্রী নূর-ই-মিরাজ শান্ত।
একই সময়ে অনুষ্ঠিত সংসদের বিরোধীদলীয় সদস্যদের সভায় অংকিতা রায়কে বিরোধী দলীয় নেতা, অপূর্ব সেনকে বিরোধী দলীয় উপনেতা এবং শেখ লাবিব বিন মাসুদকে বিরোধী দলীয় চীফ হুইফ নির্বাচন করা হয়। উক্ত সভায় বিরোধী দলের পক্ষ থেকে একটি ছায়া সরকার গঠন করা হয়। ছায়া সরকারের মন্ত্রী পরিষদ সদস্যরা হলেন- অর্থমন্ত্রী রাহুল চক্রবর্তী, পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়া প্রিন্স, স্বরাষ্ট্রমন্ত্রী সর্বজিৎ ঘোষাল, স্বাস্থ্যমন্ত্রী জান্নাতুম মারদিয়া , শিক্ষামন্ত্রী ফাহমিদা আক্তার এশা, কৃষিমন্ত্রী রুকাইয়া সিদ্দিকা, আইনমন্ত্রী সাদিয়া জাবিন সানি এবং বিদ্যুৎ ও জ্বালানীমন্ত্রী রাহুল সিফাত।
অধিবেশন পরিচালনায় স্পীকারকে সার্বিক সহযোগিতা করেন ডেপুটি স্পীকার ফওজিয়া ফারিয়া তন্বী এবং সৈয়দ নেওয়াজ শরিফ আসিফ।
Click This Link
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।